আজ বিশ্ব জননী দিবসে সকল নারীদের
মর্মস্পর্শী হৃদয়ের ব্যথা বেদনা স্তব্ধ স্বপ্ন
নিমূল হোক মুছে যাক গ্লানি যত আছে
শোক, কেন এ হাতভাগী জননী পথে পথে,
আজ বিশ্ব জননী দিবসে সকলে বিকেলে ?
শ্যামল সোম
জননী দশ মাস গর্ভে ধারণ কত যন্ত্রণা সহে
জন্ম দিলে আদরে শিশু থেকে বড় করলে
নানা অসুখে সেবা করলে সন্তানকে লেখাপড়া
শেখালেন আজ স্বামী হারা নিজ বাস গৃহ হতে
পুত্র বৌমা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথে ঘোরে
ঠাঁই নাহি ঠাঁই নাই ত্রাণ নাই আশ্রয় নিয়েছে পথে।
দায়ী কে সংসার সুশিক্ষার আধুনিকতা আয়োজন,
এ জন্য আজ সামাজিক অবক্ষয়ের পথে চলমান,
মা বাবা তাঁরা আছেন সব সময়ই কল্যাণে কামনা
সন্তান লালণ পালনে দায়িত্ব পরিশ্রম আজীবন ।
সেই মা বাবাকে তাঁদের বৃদ্ধ বয়সে ভুলে যে জন
তারা কি চিরস্থায়ী সুখে শান্তিতে বসবাস করে কি ?
কত কিছু লেখে বলে মা ছাড়া নাকি কেউ নয় আপন ?
বাস্তব জীবনে নিত্য প্রতারিতা লাঞ্ছিতা নির্যাতিতা মা
আমাদের মায়ের জন্য কেন কাঁদে মন এতই পাষাণ হয়েছি আজ ?
No comments:
Post a Comment