Monday, 27 May 2019

আমার প্রশ্ন

আমার প্রশ্ন

শ্যামল সোম

দুর্ভাগ্য আমাদের এমন
দেশে ভারতে জন্ম এখন
রাতে শুনি মেয়ের কান্না
বুকফাটা আর্তনাদ হায়না
ছিঁড়ে ছিঁড়ে খায় নারীদেহ
নারী মাত্র কি ভোগ্য পণ্য,
জননী যে তিনি স্মরণীয়,
ভুলে যায় ওঁর ক্রন্দন ধ্বনি
ভালোবাসে ঐ কি পৌরুষ ?
এ নারী নাকি নরকের দ্বার
ধর্মের বিধান না পুরুষের
আধিপত্যে তন্ত্র যন্ত্র অহং !
অহমিকা অহংকার দাম্ভিক
বৈষম্য মূলক এই আচরণ,
কেন অনন্ত কাল আবরণে।
কুসংস্কারের ধর্মেরনামে যত্ন
হীন মনোবৃত্তি শিকার হচ্ছে,
একবিংশতি যুগেও চলছে
অবক্ষয় ব্যভিচার নির্যাতন
নারী কতকাল লাঞ্ছিতা হবে?

No comments:

Post a Comment