Sunday, 26 May 2019

তুই আমার আকাশ লীনা

তুই আমার আকাশ লীনা

শ্যামল সোম

অনু যদি এ বিচ্ছেদের বেড়া
কাঁটাতারের ওপারেই সংসারে
স্বামী পুত্র কন্যা ভরা পরিবারে
আমোদে আহ্লাদে রয়েছো তুমি।
তোমার আনন্দ উপভোগে হাসি
হাসি মুখে ফোনে বলি ভালোবাসি।
অকপটে স্বীকার করি কেন জ্বলে
পোড়া দগদগে ক্ষত বিক্ষত করে
তোমাকে কাছে চিরদিনের মতন,
না পাওয়া এতই নিষ্ঠুর যন্ত্রনা শত
শত এ যেন ঠিক বৃশ্চিক  দংশন।
মনে পড়ে যায় তোর ঠোঁটে চুম্বন
নব যৌবনের থরথর উত্তেজনায়,
তপ্ত দুটি দেহের ঢেউয়ের কম্পন।
হৃদয়ে অনুরোরণ, শরীরী উষ্ণতায়
সুখের সমুদ্রে ঢেউ আছড়ে ভাসায়,
ঘণ আলিঙ্গনে সুখ বৃষ্টি টপ টপ ঝরে।
ধেয়ে আসে অশনি সংকেত রাঙিয়ে
চোখ ওঠে ধ্বজা রক্তের বিনিময়ে রক্ত
চলে চুলোচুলি,বৃহত্তর স্বার্থে এ বিচ্ছেদ,
আজ পরস্পরের আছে শুধুই শরীর মন
প্রাণ খুলে ঝুলিয়ে রেখেছি মগডালে প্রেম ।

No comments:

Post a Comment