কবি তোমাকেই ভালোবাসি
শ্যামল সোম
কবি তোমাকেই পাশে চাই, যদি
পাই কাব্যে আকাশে হই শঙ্খচিল,
তোমার আমার মনের এত মিল।
নূর তুমি তো আমার অনুপ্রেরণা
ওগো কবি আলো আলোক পর্ণা
তুমি আমার কাব্যময়তায় স্বপ্না।
কখন দুরন্ত সেই অগ্নিকন্যা বিপ্লবী
বিদ্রোহী সাহসের নির্ভীক শিল্পী
ব্যক্তিত্ব অধিকারিনী কাব্য বন্যা।
অমর ভালোবাসার ছোঁয়ায় হৃদয়ে
কাঁপন তোমার কাব্যে নিশি যাপন।
বৈচিত্র নতুনত্ব লিখন মুগ্ধ এ মন
অভিমানে রাগে সেতার ঝংকারে
হৃদয়ের তন্ত্রী বাজে পিলু বাহারে
সুরে সুরে বাজে পায়ের ঐ নূপুর
কাছে নেই তুমি বিষাদচ্ছন্ন এ সুর,
চাপা দীর্ঘশ্বাস হতাশায় নিমজ্জিত
কাব্যময়তায় গুনমুগ্ধ হলাম কবি।
No comments:
Post a Comment