Sunday, 26 May 2019

তিথিকে প্রশ্ন

তিথিকে প্রশ্ন

শ্যামল সোম

দুর্ভাগ্য আমার ফেলে আসা শৈশবের
পূর্ব পাকিস্তান বাংলার শিকড়ের টান
উপড়ে ফেলে পালাতে পালাতে জান
বেঁচেছে মন পড়ে রয়েছে অধুনা স্থান
বাংলাদেশে ভালো মানুষের ভালোবাসা
টানে বা শিকড়ের সন্ধানে সেঁধিয়ে মাটির
গহ্বরে শৈশবে দিনগুলিতে ফেরা আনন্দে
বারবার ঘুরে ফিরে যাচ্ছি এই বর্ষার অরূপ
ভরা খাল বিলে লাল শালুক পদ্ম অনুরাগে
ফুঁটে থাকবে নদী উত্তাল স্রোত বয়ে যাবে !
বাংলাদেশে বারবার আসা যাওয়া ভিসা
মেয়াদ শেষ হলেই যত দ্রুত সম্ভব ফেরা,
তিথি বুড়ো বয়সে জরাজীর্ণ বৃদ্ধেকে স্থায়ী
থাকতে বলেছো ঠাট্টা করে তবু বলি মামণি
তিথি তুমিই বলো বুড়োকে কে থাকতে জননী
সবাই মিলে বলবেন " না না বিদেশীর ঠাঁই নাই !"
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি মা মণি জননী
শীতলক্ষ্যা নদীর পাড়ে বসে পূর্ণিমা রাতে রজনী
জ্যোৎস্নায় চিকমিক জ্বলছে নদীর জলে স্নান
যে জলে জ্বলছে আগুন ছড়িয়ে পড়েছে ম্লান
মুখে বৃহত্তর বৃত্তে হৃদয়ের কাছাকাছি এসে সমৃদ্ধ,
হয়েছি রক্তিম সূর্যোদ্বয় প্রাক্কালে চলেছি প্রেমের
কাননের মালিনী শুভকাঙ্খী তিনি প্রিয় কবিতা।

No comments:

Post a Comment