প্রিয় কবি আকাশ
সংকলন শ্যামল সোম
আজ প্রায় তিন বছর হয়ে গেছে তুমি ফিরবে
ফিরবে কথা দিয়ে তুমি কোলকাতায় চলে গেলে
মাঝে দু এক বছর নিয়মিত ফোন করতে এখন
তোমার মোবাইলে ফোন শোনা যায় রং নম্বর!
চিঠি লিখবো ঠিকানো বার বার চেয়ে ও দিলে না।
কত বৈচিত্র্যময় তোমার জীবন কাব্য জগতে তুমি
উজ্বল জ্যোতিস্ক কালপুরুষ তোমার বৃত্তে নক্ষত্ররা
সুন্দরী তরুণী তোমার শ্যাম বর্ণ গ্রিক দেবতার সুঠাম
স্বাস্থ্যবান দীর্ঘকায় দেহ দৈহিক মৃদুভাষি নম্র বিনয়ী
অন্তরে অন্তরে রক্তের গভীরে প্রথিত রয়েছে ঔদ্ধত্য
অহংকারী ৌরুষ দীপ্যমান প্রেমিক সুলভ আচরণ
তোমার হৃদয়ের কাছাকাছি এসে প্রেমে পড়েছিলাম,
তোমার ভালোবাসা না থাক প্রশ্রয় হয়তো মজা করেই
প্রেমের স্বভাব সুলভ আচরণ না অভিনয় বলবো না,
তোমার দুচোখে স্বপ্ন ভাসতে দেখেছিলাম, তোমার
ঘন আলিঙ্গনে তোমার লোমশ বুকে কান পেতে সমুদ্রের
ঢেউয়ের গর্জন হাহাকার চিৎকার প্রচন্ড ঠান্ডায় শীতের
রাতে বাহিরে তোষার পাত লন্ডনে ডিসেম্বরে কম্বলে ঢাকা
আমার নগ্ন শরীর কাঁপতে কাঁপতে তোমাকে ভালোবেসে
না যৌন আকর্ষণে যুগলে চুম্বনে সন্তরণে শরীরের মোহে
পড়ে ভেসে গেলাম,স্বপ্নে ভাসছি লন্ডন বি বি সি বার্তা
বিভাগে কর্ম রতা লমবা ছুটি নিয়ে পালালাম তোমার সাথে।
তখন বাহ্য ঞ্জান শূণ্য পরিপূর্ণ তোমার প্রেমে দিশাহারা ব্যাকুল,
দুজনে শুয়ে শুয়ে তাকিয়ে পরস্পরের চোখে তন্দ্রা জড়ানো
গাড়ি থেকে মোটেলে কাঠের ঘরে হট আবহাওয়া শীতাতপনিয়ন্ত্রিত
হোটেলে নিশি যাপন সুখের স্বপন বেলা বাড়তে বরফ সড়িয়ে
গাড়ি চালিয়ে অজানা গন্তব্য স্কটল্যান্ড ওয়েলস কত ইংল্যান্ড
গ্রামে গ্রামে শহরে ঘুরে বেড়াচ্ছি রাত জেগে তুমি লিখছো
TRUST OF MY LOVE এ উপন্যাসের মূল চরিত্রে নায়িকা
ROSHI আমি সাহিত্যিক জ্ঞানী সাংবাদিক লেখকের জীবনে
আমি এসেছিলাম তোমার ভালোবাসার দান তোমার ঔরুষজাত
তিন বছর আমার ভীষণ প্রিয় কন্যা সন্তান নিলি SINGLE MOTHER
পরিচয় বড় হয়ে উঠবে না না এ দেশে পিতৃ পরিচয় জরুরী নয়।
তাছাড়া আমি চাই না গো দক্ষিণ্য চাই যেখান দাম্পত্য জীবন নেই।
তোমার প্রকাশকের ঠিকানায় যোগাযোগ করার জন্য চিঠি লিখছি।
আজ নিজের পরিশ্রমে অধ্যাবসায়ে আমি এখন বি বি সি বার্তা
বিভাগে সহকারী সম্পাদক পদ পেতে সক্ষম হয়েছি এক বন্ধু তিনি
এনভায়রনমেন্ট সাইনস বিজ্ঞানী উনি আমার মেয়েকে দত্তককন্যা
কোর্ট চেষ্টা করছিলেন আমি বারণ করলাম she is my child.
আমার মতন সৌভাগ্য জননী কজন আছেন ভারতবর্ষে?
তোমার অতীতের নীলাঞ্জনা
পূনঃশ্চ ---- শোকাচ্ছন্ন এক শোকার্ত বার্তা পাঠিয়েছেন প্রকাশক-- আকাশ সেনগুপ্ত তিন বছর আগে
কার accident মারা গেছেন কোলকাতায় এয়ারপোর্টে কাছে। উনার লন্ডন হিথরো
এয়ারপোর্টে ফ্লাইট ছিল সেই রাত্রি ।
নীলাঞ্জনা হাতে চিঠি নিয়ে হাপুস নয়নে কাঁদছে, নিলি ছোট্ট হাতে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে
আধ আধ স্বরে--- Don't cry mamy I love you mum
No comments:
Post a Comment