নারীর ভালোবাসা অতুলনীয়
শ্যামল সোম
দুর্ভাগ্য আমার পুরুষ জন্ম তিতিক্ষা
ভালোবাসা পুরুষের বর্বর ভালোবাসা
মুরগি পোষা জমি বেচে চাষার হয় চাষ
সংসরে ঘরে ছানাপোনা - কখনই সে
নয় নারীর ভালোবাসার সে সমকক্ষ ?
পুরুষতান্ত্রিক সমাজে চিরাচিও পক্ষপাত
প্রচলিত প্রথা চার বিবি তবু কে প্রতিপক্ষ
হবে পুরুষ আদিম প্রস্তর যুগের গোষ্ঠী
দ্বন্দ্ব বিধ্বংসী গোষ্ঠী নারী ও গৃহপালিত
প্রাণী পশু লুঠ, ইদানিং আজও লুণ্ঠিত
নারীর সম্ভ্রম রক্ষা অপারক ওরা ভক্ষক।
তুমি কি ভালোবাসো প্রশ্ন তোমাকে রক্ষক ?
পরশ্রীকাতর মন তোমার উত্তর বাকরুদ্ধ।
হে নারী তুমি যে তোমার যোগ্য অসাধ্য এই
কাব্য মাধুর্যে নারীর ঐ ভালোবাসায় তৃষিত
অমূল্য সে সম্পদ নিত্য নারী যে অবহেলিত
পরনে পর্দা নারী বিবাহে ছেদ তালাক প্রাপ্তা
হতভাগীর হৃদয়ে স্পন্দনে ভূমিকম্প অনুভূত
গহ্বরে সমাধিস্থ হয় ভালোবাসা প্রেম অনাহূত
মথিত দলিত ম্লান কৃষ্ণজুঁই অর্ঘ্য নিবেদিত প্রেম
স্বর্গচূত পুনঃ আরোহণের কল্পলোকে যাও মণি
নারী তুমি আমার যে স্বপ্ন নন্দিনী গর্ভধারিণী
ভগ্নী কন্যা, স্বর্ণালি সন্ধ্যায় নদীতটে প্রতীক্ষায়
আমার ভীষণ প্রিয় ভালোবাসার তুমি যে মানসী
তুমি কি উর্বশী মেনকা সুন্দরী রম্ভা আমার নাতনি?
No comments:
Post a Comment