Thursday, 2 May 2019

সাঁচের বেলায় ফিরে যাচ্ছি আণি

সাঁঝের বেলায় ফিরে যাচ্ছি আমি

শ্যামল সোম

আর শোনা হলো তোমার
গান পল্লিগীতি যে  আমার
এই জন্মভূমির মানুষের প্রাণ
বিদায় বিদায় বাংলাদেশে
প্রভু ফিরিয়ে দাও ঐ স্বদেশ।
আমার শৈশবে ফেলে যাওয়া
জন্মভূমি শিকড়ের গভীর মূল
ছিন্ন উপড়ে ভয়ে ভয়ে অমূল্য
জীবন বাঁচাতে পলায়ন প্রবল
ঝড়ে  শরণার্থীদের সাথে দলে
দলে দেশ ভাগের গ্লানি অপমান।
দুচোখে নিয় ভাঙ্গা স্বপ্ন হারানো,
সন্ত্রস্ত ভয়ার্ত এ সজল দুচোখে
তাকিয়ে পথে গোপনে  সন্তর্পণে
যেতে নৌকার গোলুইর আড়াল
থেকে ছেঁড়া ফাঁকে দেখছি আমার
সোনার বাংলা মায়ের সোনালিরঙ,
শস্য শ্যামলা বরণ সবুজ বনছায়া
বনানীর কবরস্থান ছায়া ছায়া গ্রাম
ছায়া গ্রাম সবুজ ক্ষেত ধূ ধূ প্রান্তর।
দ্রুত চোখে তন্দ্রা জড়ানো স্বপ্ন নিহত।
শৈশবে প্রশ্ন কেন পালাচ্ছি আমরা ?
কেন আসি বাংলাদেশে কি কারণ
অকারণে এই টান কেন করে প্রাণ
করে আনচান বৃদ্ধের ক্ষোভ দূঃখ,
প্রিয় মানুষের ভালোবাসা এত লোভ?
আমার ভীষণ প্রিয় বন্ধুদের জানাই
বিদায় বেলায়  কেনযে করুন সুরধ্বনি
বাজ রক্তাক্ত  হৃদয়ের শত  অনুরোরণ
আজ রাতের বিমানে ঢাকা থেকে ফিরে
যাচ্ছি ফিরে যাবো অনেক স্মৃতি রোমন্থন
অনেকের ভালোবাসা প্রেম নিয়ে, চিন্তন।
আর শেষ একবার যদি ফিরে আসি যদি
বাংলাদেশে তোমাকে ভীষণ ভালোবাসি।

No comments:

Post a Comment