Sunday, 26 May 2019

উষ্ণতা খোঁজে নারীর হৃদয় ( প্রবন্ধ )

উষ্ণতা খোঁজে নারীর হৃদয়       ( প্রবন্ধ নিবন্ধ লিখনে মার্জনা করবেন)

শ্যামল সোম

গতকাল বর্ধমানে কেতুগ্রামের মাত্র
উনত্রিশ দিনে শিশু কন্যা নিহত হলো
মা বাপের বঁটির আঘাতে  আঘাতে,
পরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ার
জন্য নিরন্তর বধুঁ হত্যা, নারী নির্যাতন
ও ধর্ষণ, গণধর্ষ, প্রতিক্ষণে ক্রোধ
থেকে দুর্দান্ত আক্রোশ কেন তোমাকে
নারী বিদ্রোহী করে না গো মামণি।
প্রেম ভালোবাসায় স্বপ্ন  দেখো শব্দের
অক্ষরে অক্ষরে কত নারী তুমি
আজীবন আকাশ কুসুম ছবি,

প্রেমের ফুল ফুটো যখন মৃগনাভি হরিণী
তন্বী তরুণী উজ্বল পূর্ণিমায় জোছনা
মেখে গায়ে গোপনে অভিসারের যায়।
বিবাহের প্রতিশ্রুতি পেয়ে রাঙা হয়ে উঠছে
শরীর তোমার সহবাসে গর্ভবতী
তখন পুলিশ, কোর্ট তীক্ষ্ম প্রশ্নবান,
অতীশ প্রাণ শেষে আত্মহনন প্রসঙ্গ উঠে।
কেন বারবার নারী সর্বনাশের পথে পা
বাড়ায় ভালোবাসার ছোঁয়ায় বাসনায়
না যেন কামনায়, নারীদের শৃঙ্খলিত
জীবনে নিজস্ব যৌণ আকাঙ্খা  অপরাধ,
পাপ প্রয়োজনে জন সমূখে  আগুনে
পোড়াও বা পারার ছুঁড়ে হত্যা করো।
নারী কি নরকের দ্বার না জননীর চরণ স্বর্গভূমি?
যে নারী লাঞ্ছিতা, প্রতারিতা, বিবাহ বিচ্ছিন্ন, 
তালাক বা ডিভোর্সি অথবা
অথবা মতে বিবাহের পর  স্বামী বিদেশে
কর্মরত তিনি থাকেন তাঁর নিজের মতন,
নারীর হৃদয়ে প্রেম জাগে যৌবনে জাগে
কি যৌণ আকাঙ্খা, পরকীয়া প্রেমে কি
প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে কি উষ্ণতা
খোঁজে নারীর হৃদয় ?
কে জানে কতশত
গন্ধর্ব  বিবাহ গোপন ঘটে চলে পরিনতি
কি ভ্রূণ নারী শিশু হত্যা  কে দেবে উত্তর
উদাসীন নির্লিপ্ত নীরব ভাগ্য পরিহাস
ভেবে প্রতারণার ফাঁদে শুধুই দীর্ঘশ্বাস
আকাশকুসুম কল্পনা প্রেমের কবিতা
হয়ে যায় হৃদয়ে গহীন গহ্বরে ব্যথা বেদনা
নৈরাশ্য বিষাদমাখা হতাশায় নিমজ্জিত
হয়ে যায় কি নারীর হৃদয় ?
কে জানে না না আমি  তর্কে যাব না।

No comments:

Post a Comment