কবি মমতাময়ী মমতাজ
শ্যামল সোম
আমার ভীষণ প্রিয় কবি আশায় আছেন,
সাম্প্রতিক সময়ে সামাজিক অবক্ষয়ের
ভয়াল হিংস্র জানোয়ার শ্বাপদের থাবা
নিষ্ঠুর কামে ক্ষত বিক্ষত কিশোরী বোবা
কান্নায় ভেঙে পড়ে লোমশ বিকৃত মনস্ক
বয়স্ক পুরুষের ক্ষমতা দাম্ভিকে পদতলে।
পদাঘাতে চিত করে শুয়িয়ে দলিত ফুলে
রক্ত করবী অকালে ঝরে যায়, স্বর্ণালি
সন্ধ্যায় আকাশের তারারা চেয়ে বিস্ময়।
অদ্ভূত আঁধারে আচ্ছন্ন রয়ে জনতা চিন্ময়,
দুঃসময় চারিদিকে সহস্র প্রলোভনে তন্ময়,
পুরুষ তান্ত্রিক সমাজে প্রচলিত এই প্রথায়
কেউ বিশ্বাসী বিবাহ প্রথা পূর্বে নারী জননী,
আপন গর্ভজাত পুত্র সন্তানের ভোগের পণ্য,
ধরিত্রী ধর্ষিতা হতেন লাঙলের ফলায় রজনী
এখন আছে নূতন এক প্রভাতের অপেক্ষায়।
No comments:
Post a Comment