Thursday, 2 May 2019

ফণী প্রবল প্রলয় ধ্বংস হোক

তোমাদের জন্য সতর্কিকরণ

ফণি প্রবল প্রলয় ধ্বংস হোক

শ্যামল সোম

দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই
প্রাকৃতিক বিপর্যয়ে বিরোধীর ষড়যন্ত্র ?
রুদ্ধ মূর্তি ধেয়ে আসছে আছড় পড়বে
সমুদ্র উপকূল এলাকায় শহরে বায়ুদূষণ
মারাত্মক জনজোট যান জট বিলুপ্ত ।
সাহিত্য কাব্য আসর অনুষ্ঠিত হবে না,
রাষ্ট্র পুলিশ থেকে জারি সতর্কিকরণ,
ঘূর্ণিঝড়ের দাপটে ট্রলার সমুদ্র নিষিদ্ধ ,
সবাইকে সতর্ক থাকতে হবে উড়বে চাল
হুরমুর করে ভেঙে পড়বে শতসহস্র ডাল।
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
ঝড়ের পূর্বাভাসে বিপদের আশনী সংকেত
গ্রামে শহরে বন্দরে সর্বত্র খুঁজে না পায় ঘাত
প্রতিঘাত ঘূর্ণি ঝড় ফণী ফুঁসছে ফোঁস ফোঁস,
প্রচীন বিশাল অজগর সাপ গ্রাস করতে স্বীয়
অস্তিত্ব সংকটের মুখোমুখি ভারত বাংলাদেশে।
প্রলয় নাচন ভয়ংকরু ভয়াবহতায় ভরা দুরন্ত
দানব ফণি নামে ঘূর্ণি ঝড়ে ধ্বংসাত্মক সন্ত্রাস।
অগ্নি আগ্নেয়গিরির যেন বিশাল সূনামি আগ্রা
আগ্রাসন গরাসে কবলে পড়ে নিহতের সংখ্যা
কত হতে সকারে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা
দিশেহারা পাপে পূর্ণ সামাজিক অবক্ষয় দুঃসময়
ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস নৈতিকতার পরকীয়া
নারী নির্যাতন প্রতিরোধের কথা কে বলবে লুঠ
ধর্ষণ লাঞ্ছনা বঞ্চনা করেছে যারা মরণ অনিবার্য।
ঝড়ের গতি অবিশ্বাস্য হলেও সত্য যা উদ্ভাসিত
উত্থিত হবে সমুদ্রে ডুবে শতসহস্র লঞ্চ ট্রলার।
ফনীর তাণ্ডব প্রলয় প্রবল ঝড়  উঠল বয়শার
ফেটে গেলে ডুবন্ত জাহাজ থেকে কে উদ্ধার করে
যাতরিদের নৌকা লঞ্চে বিমান চশাচলে নিষেদাজ্ঞা।

No comments:

Post a Comment