Monday, 27 May 2019

চিরন্তন অভাগার গল্প

চিরন্তন অভাগার গল্প

পারু কৈশোরের খেলার সাথী তুই
লুকোচুরি খেলার সময় মেঘলা দিনে
কালো হয়ে আকাশের নিচে ঐ গাছে
বাজ পড়লো ঝলসে গেলো সেই বৃক্ষ।
হঠাৎ বাজ পড়ার আওয়াজ তুই ভয়ে
আমাকে জড়িয়ে ধরে খুব  কাঁপছিলি।
চোখে জল মুছিয়ে বলি, আমি দেবদাস
তোকে আমৃত্যু কখন কাঁদতে দেব না।
আশঙ্কা ছিল মিলন হলো না রে পারু !
তোর বিয়ে হয়ে গেলো পাল্কী চড়ে তুই
শ্বশুর বাড়ি গেলি সানাই সুরে এ বেহাগ।
প্রেমে ব্যর্থতা যৌবনে মদ্য পানে তৃষ্ণা তৃপ্ত
না হয়ে বাঈজী কোঠিতে নাচ গানে শান্ত নই,
কোলকাতার বারদুয়ারীতে এখন মদ্যপ পাগল।

No comments:

Post a Comment