Monday, 27 May 2019

আত্মজার সন্ধানে ( একক অভিনয় )

আত্মজার সন্ধানে      ( একক অভিনয় )

শ্যামল সোম

দুর্ভাগ্য আমার গিন্নি লাবণী মারা গেছেন পনের বছর হলো
তখন আমাদের একমাত্র কন্যা মিলি তিন বছরের কম বয়সে
বিপত্নীক অনেকেই বলে ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে বিবাহ
করতে না না আমি কাজে মেয়ে আর এক মাসীর সাহায্য মিলিকে
স্যার বড় করে তুলছিলাম, ঐ টুকুমা মরা মরা মেয়ে কি প্রচন্ড জেদ,
আমাকে স্নান করাতে হবে আমার হাতে ছাড়া খাবে না এই দুবছর
আগেও আমাকে জড়িয়ে এক বিজানায় ঘুমোতো।
বিশ্বাস করুন স্যার আমাকে আআআমাকে ভীভীষন ভাভালোবাসতো।
আমি আজ তিনদিন ধরে এই থানাতে রাতদিন হত্যে দিয়ে পড়ে আছি।
তিন আগে কলেজ থেকে বাড়ি ফিরলো না মিলি, মিলির মোবাইল ফোন
অফ রয়েছে।
রাতেই আপনাদের থানায় এফ আই আর লেখালাম, আত্মীয় স্বজন মিলির
বন্ধু বান্ধবীদের কাছে খোঁজ নিয়ে জানা গেলো ঐদিন সে কলেজে যায় নি।
লালবাজারের গোয়েন্দা বিভাগের, মিসিং স্কোয়ারড তে কমপ্লেন করে দরখাস্ত
লালবাজারের ডায়রি করলাম।
স্যার আজ আমি ভীষণ ক্লান্ত, মা মরা মেয়ে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।

আপনি স্যার আমাকে একটু সাহায্য করুন আজ এতদিন হয়ে গেলো মিলির
কোন খোঁজ পেলাম না।

না না না কি বলছেন মিলি মিলি ড্রাগ নিতো

না না না মিলি কোলকাতার নামি কলেজে কমপিউটার সাইন্স নিয়ে পড়তো
মিলি excellent results সব সেমিস্টারে।

না না না কি বলছেন আপনি মিলি কোকেন ইয়াবা চরস না না আপনাদের কোন ভুল হচ্ছে!

না না মানে বিজনেসের কাজে ভারতবর্ষে অনেক প্রদেশে যেতে হয়, সব সময় যেতে হতো।
রোজ ফোন করতাম,

না না এ কার ছবি ড্রাগ খেয়ে এরা কি করছে  ছিঃ ছিঃ ছিঃ ছিঃ এই ধরণের অসভ্যতা অশ্লীল

কি এই ভিডিও ছবিতে আমার মেয়ে মিলি রয়েছে

হাঁ হাঁ এই তো আমার বাড়ির ড্রইংরুম ঐ তো মিলি আহ্ আহ্ আহ্ ভগবান জন্তু জানোয়ারের মতন

আমার এত আদরের মেয়ে না কে কে একি ছিঃ ছিঃ ছিঃ

এই ধরণের ভিডিও তুলে আমার মেয়েকে ব্ল্যাক মেল করতে ?

আপনারা খোঁজা পেয়ে সৌভিক হাঁ মিলির সাথেই পড়তো ওকে গ্রেফতার করেছেন

কি আশ্চর্য কেন
স্যার স্যার একটু জল দিন

আহ্ আহ্

না না অবিশ্বাস্য  সৌভিক কি বলছেন মিলি মিলি ড্রাগ খাওয়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

কোন কোন হাসপাতাল স্যার স্যার একটু জল দিন দিন

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে শেষে এই হাসপাতালে এসে এ কি
শুনলাম ?
শেষে হাসপাতালে--?

No comments:

Post a Comment