স্বপ্ন নিহত
শ্যামল সোম
1964 সালে ভাগ হয়ে গেলো পার্টি বাম ও দক্ষিণ অপর এক দল চরম পন্থী গ্রাম দিয়ে
শহর ঘিরে শ্রেণী শত্রু নিধন, কৃষক শ্রমিক সর্বহারা
বিপ্লব সংগ্রামী খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিশাল মিছিল ও সমাবেশ 1966 সালে
1st May, আন্তর্জাতিক শ্রমিক May দিবসে কোলকাতায় ধর্মতলায় মনুমেন্ট পাদদেশে
ভারতবর্ষে নূতন এক পার্টি প্রতিষ্ঠিত হলো।
অনিক প্রসিদ্ধ প্রেসিডেন্ট সি কলেজের মেধাবী ফিজিস্ক এর ছাত্র নবসংগঠন সম্পাদক
নিজেদের দলের মিছিলের উপরে উগ্র আক্রমণ আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো।
সামন্য আহতদের কোলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছে ছাত্র ছাত্রীরা
সেবা শুশ্রূষা করছেন।
বার বার শ্লোগান উঠছে , দুনিয়ার মজদুর কৃষকেরা এক হও নকশাল বাড়ি জিন্দাবাদ।
বিভিন্ন নেতা কানু সান্যাল সন্তোষ রানা, দক্ষিণ ভারতে র
জ্বালাময়ী বক্তৃতা করেন সবাই আগামী দিনে বিপ্লবের স্বপ্ন দেখতে থাকেন।
ক্রেন্দয় কমিটি থেথে চারু মজুমদার বেড়িয়ে গিয়ে শ্রমিক আন্দোলন শুরু করেন।
অনিক ভট্টাচার্য জলপাইগুড়ির ছেলে কিশোর বয়সে ঐ আনদোলনে রয়্যালিটি ক্লাস
করে মার্কস বাদে, মাও বাদ মাওসেতুঙ লেখা রেডবুক অমোক বিশ্বাসে অটল রয়েছে
এক ধনী পরিবারের মেধাবী সন্তান বাবা জোতদার
সার ব্যবসায়ে হোল সেলার বৈভব অবশ্যই সম্পদশালী অনীক প্রেসিডেন্সী কলেজে
নিজের খরচ পাতি ঢিউশান করে চালায়, তাছাড়া দুর্দান্ত রেজাল্ট এর জন্য স্টাইফেন
পায়,
মেডিক্যাল কলেজ ডাক্তারি দ্বিতীয় বর্ষের ছাত্রী অনুসূয়া বাসু এক ঘরোয়া মিটিংয়ে
অনীকের ইতিহাস ভৌগলিক মার্কস বাদে গভীর জ্ঞান এবং যুক্তি উপস্থাপন করে বক্তব্য
শুনে অনুসূয়া মুগ্ধ হয়ে আলাপ পরিচয় ধীরে ধীরে ভালোলাগা ভালোবাসা গড়ে উঠে।
অনীক এম এস সি পরীক্ষার শেষে বিদেশে যাওয়ার নাম করে গ্রামে গ্রামে ঘুরেছে।
অনুসূয়া ডাক্তারি দ্বিতীয় স্থান অধিকার করে নিজের পরিবার থেকে আলাদা হয়ে
এক মাত্র তাদের ভালোবাসার সন্তান সূর্যা কন্যা শিশু নিয়ে প্রহর দিন যাপন করছে
একদিকে অনীকের ফেরার প্রতীক্ষায় অন্য দিকে ডাক্তারি প্র্যাকটিশ শিশুকন্যার
প্রতিপালন পার্টি জন্য গরীবদের বিভিন্ন বস্তিতে গিয়ে সদলবলে সবাইর দেহ পরীক্ষা করা।
সর্বহারা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে গ্রাম লক্ষ লক্ষ মানুষ শরণার্থী তাঁদের নিয়ে
মিছিলে মিছিলে পুলিশের বাধা রাস্তা অবরোধ করে রাখে স্বপ্ন দেখে সে।
No comments:
Post a Comment