Tuesday, 28 May 2019

সতী না অসতী

সতী না অসতী

শ্যামল সোম

দোলা চমক উঠলো পুকুর ঘাটে স্নান সেরে উঠে দাঁড়িয়েছে প্রায় অর্ধ নগ্ন
পরনে শুধু ছাপা শাড়ি, সতের বছর বয়সে পুরুরের স্পর্শ দেহ আবেগে
থরথর কাঁপছে, মনুদা পেছন থেকে জড়িয়ে ধরেছে মনুদার শরীরের ঘ্রাণ
দোলা সারা অঙ্গে অঙ্গে বাঁশি বাজিয়ে দিল, মনু দোলাকে ঘুরিয়ে নিয়ে ঘণ
আলিঙ্গনে চুম্বনে চুম্বনে বারবার শিহরিত বিহ্বল দোলা জড়িয়ে ধরে বুকে।
ঝোপের আড়ালে দুজনে  লুকিয়ে অনেকটা সময় পেড়িয়ে গেলো, দোলা
শড়ি পরে সারা শরীরে মাদকতাময় আবেশে আচ্ছন্ন হয়ে ঘরে ফিরছে, মা
বাপ নেই মাসীর সংসারে দাসীর মতন গায়ে গতরে খেটে দুবেলা খেতে পায়।
ইদানিং মেসো নজর ভালো নয়, মাঝে মধ্যে গায়ে হাত বুলোয়, সাঁটিয়ে যায়,
একদিন ভোর রাতে মনুদার সাথে পালালো রানাঘাটের অজ পাড়াগাঁ থেকে
কোলকাতা শহরে মনুদা বন্ধু বান্ধব সবাই মিলে কালীঘাটের মন্দিরে সিঁথিতে
সিঁদুর পরিয়ে দিলো মনুদা সস্তা সিল্কের শাড়ি ঝুটো মুক্তর হার পরে দোলা
রাঙা মুখের দিকে তাকিয়ে রইলো মনুদা যেন রাজ্য জয় করেছে, হৈ চৈ
হোটেলে মাংসো ভাত খেয়ে সবাই এলো বস্তির ঐ ছোট্ট ঘরে চৌকির উপরে
নতুন বিছানায় গোলাপে পাপড়ি ছড়ানো ছিটানো, দেখে দোলার ভালো লাগলো।
বাসর রাতে টিনের জানালা দিয়ে  জ্যোৎস্নায় আলোয় অভাগী দোলা মনুর আদরে
আদরে গলে যেতে যেতে জিজ্ঞেস করে, মনুকে
" মনুদা কোলকাতায় গেরেজে কাজ করেও
আমার মতন হতভাগ্য মেয়েকে বিয়ে করলে কেন গো,  তুমি কি আমাকে ভালোবাসো?

দোলা তোকে অনেক অনেক ভালোবাসি ।

দু বছর না যেতেই ভালোবাসার সংসারে দুর্ভাগ্য সর্বনাশা  কাল গ্রাস করলো,
ভীষণ এক accident  মনু মনা মন্ডল কোলকাতা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যাকুল হয়ে দোলা অপেক্ষায় রয়েছে ও টি
সামনে অপারেশন থিয়েটারে কাঁটা ছেঁড়া চলছে
এক অজানা আশঙ্কায় দোলা ভাবছে কি আছে কপালে না না ভাবতে পারছে না,
তাই এখন শুধু মা কালির নাম করে ডাকছে ব্যাকুল হয়ে ।

No comments:

Post a Comment