Sunday, 26 May 2019

ছড়া ও অনু কবিতা

আগুনে অক্ষরে ছড়া

শ্যামল সোম

ভালোবাসাবাসি ঢঙী সেজে কাছে আসি
ঠমকে ঠমকে চমকে চমকে দুলে উঠে ফুল
ব্যাকুল পাওয়ার আশায় ভালোবাসার ভুল
ভালোবেসে ফেঁসে গেলে জ্বালা দংশনে হুল।
প্রেমে প্রতারিতা লাঞ্ছিতা গলাতে দাও ফাঁসি।

পাঞ্চালী পঞ্চ কথা আমার কাব্য গাঁথা,
ভোরের আকাশে তুমি যে গো শুকতারা
তোমাকে ভালোবেসে আজ দিশেহারা।
নদী ! স্বপন দেখো নাকি ?
নির্জন এ সন্ধ্যায় একাকী ?

অনি কবিতা

শ্যামল সোম

মনে পড়ছে মনে পড়ছে পড়ছে মনে
নীলাঞ্জনা তোমাকে মনে পড়ছে ক্ষণে,
ক্ষণে কত ভালোবেসে এ দেহে গুঞ্জনে,
অনুরোরণে শিহরিত হয়েছিলাম দুজনে।

বাকরুদ্ধ ছিলেন কি কবি কাজি নজরুল
আমাদের দেশেভাগ ছিল কি কোন ভুল ?

শ্যামল সোম

অমর  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর
শুভ জন্মদিনে শতসহস্র প্রণাম ও শ্রদ্ধা নিবেদনা,
আজ এই শুভশপথ নেওয়ার  দিনে রক্তের অক্ষর,
লিখে যাবো সৌভাত্রীন্ব সৌহাদ্য  সম্প্রীতি সাক্ষর,
সমব্যথী সহমর্মিতা ভালোবাসায় গড়ে নূতন বাংলা।
কবি লিখেছিলেন, " একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানের "
সাম্প্রতিক সময়ে সামাজিক অবক্ষয় দুঃসময় সবই কি ম্লান?
" আমি সেইদিন হবো শান্ত যবে উদপীরিতে খর্গ কৃপান--"
সাম্প্রতিক সময়ে নারী প্রতি নিয়ত নির্যাতনে বিরুদ্ধে সোচ্চার হোন।

তোমার বজ্রপাতের শব্দে প্রাঞ্জল ভাষায়
সমস্যা হোক অবসানে মনুষ্যত্বষবোধ জাগায়
তোমার অসাধারণ অনবদ্য তীক্ষ্ম তলোয়ার
ত্রিশূল বল্লম হাতিয়ার তীর ধনুক শব্দবানে
ক্ষত বিক্ষত হোক সমাজে লম্পট যত ধর্ষক।

হায় হায় কাঁদল মন
যার জন্যে পাগলু
পাগলি সব ভুলে
চলে গেলো যুবকের
সাধে কোমর জড়িয়ে
পাগলি জূঁই ফুলের মত
ছিলে হঠাৎ কি হলো
বুড়ো বলে বাতিল করে
পাগলি পালালো ইয়ার
দোস্তের তুমি সুন্দরী
কাঁশবনের কি করছো ?
হায় হায় মরি লজ্জায়,
প্রকাশ্যে খোলা আকাশের
তলে তৃন শয্যায় উন্নীত উন্মুখ
পরস্পরের সাথে এতদূর থোড়াই
কেয়ার  হাটখোলা বেআব্রু বেশ
তোমার এতেই যদি এত নুনমরিচ
ভালোবাসা সুখ সন্তুষ্ট করতে পারে,
আমি না হয় নিলাম বিদায় bye bye
এখন আমি এমন একটা মধুর পাগলি
পাই কৈ, এই তুই আমার পাগলি হবি ?
আয় না চল মেলায় যাই, এই তো নে না
দু হাতে লাল সবুজ রঙের রেশমি চুড়ি
বড় আয়না, হাতির দাঁতে কাঁকন রতন
হার, বাণিজ্য তো হলো বিরিয়ানি খাওয়া
আর কি আছে চাওয়া সার্কাসে দেখতে
দেখতে আমি বিস্মৃত হয়েছি হঠাৎ দেখি
নূতন পাগলি বেপাত্তা বেমালুম চলে গেল।
পাথর চাপা কপাল ভালোবাসার আশায়
আশায় আজও ঠিঁকে বহাল তবিয়াতে  আছি।

যদি পাই আমন্ত্রণ

শ্যামল সোম

আমি কত দিন অপেক্ষা করছি
সাম্প্রতিক সময়ে এই নদী ছুঁয়েছি,
পঞ্চাশ বছর আগে সিরাজগঞ্জের
আমার যাওয়া ভীষণ প্রিয় কবি মঞ্চে
সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে কতদিনে
আগে সেই সাহিত্য সভায় যোগ দিতে।
তারপর কখন কেউ ডাকে নাই আমাকে
ফের তুমি যদি ডাকে বঙ্গবন্ধু সেতু দেখতে
তাঁর হাত ধরে হাঁটতে হাঁটতে পার হয়ে যাব
সেতু পেরোলেই সিরাজগঞ্জ এ চলে যাবো
হে নারী তোমাকে ভালোবেসে হবো পারাপার ।

No comments:

Post a Comment