বন্ধুমোরা থাকবো একসাথে
শ্যামল সোম
খুব সত্যি কথা বলতে কি
আমি সহমত পোষণ করি,
অথচ লেখাও পড়ে না অথচ
তারা আশ্চর্য উদাসীন নির্লিপ্ত
নির্বিকার চিত্তে প্রতিদিন নিয়ত
লেখা পাঠাচ্ছে কেন জানি না ?
কেউ কেউ সত্যি কবি অসাধারণ
সব উপস্থাপনে মুগ্ধ করে অপূর্ব।
এই নতুনত্ব আঙ্গিকে অসাধারণ
নূতন লিখন শৈলীতে কাব্যময়
বাঙ্ময় কাব্যিক তারুণ্যে স্বপ্নের
শৈল্পিক ছন্দময়তায় মুগ্ধ হয়ে থাকি।
নিরন্তর শুভ কামনা আমার কিছু
কবি কথাশিলপী সেই সব কবিদের
কুর্নিশ জানাই,সসম্মানে তোমাদের,
প্রতীক্ষায় লেখো অনবদ্য লিখনে দৃঢ়
প্রত্যয় বিশ্বাসে স্বপ্নময় কাব্য মাধুর্যে,
শৈল্পিক ছন্দময় চিত্রকল্প কাব্য লিখনের
সত্যি মুগ্ধ হতে অপেক্ষায় রয়েছি আমি।
No comments:
Post a Comment