নারীদের স্বপ্নাকাশে হারিয়ে যাই আমি
শ্যামল সোম
শব্দ নূপুর পরা পায়ে পায়ে তালে
পুষ্প চয়নে নয়নে অভিলাষ জ্বলে,
হৃদয়ের স্পন্দনে সুখের হয় স্বপন
নানা রঙের রঙিন এ ফুলের মতন।
স্নিগ্ধ মননে কাব্য মাধুর্যের অম্লান
প্রেম সৌরভে আকুলতা নীলাকাশ,
শতসহস্র নক্ষত্রের তারাদের সাথে
ব্যথা বেদনা নৈরাশ্য বিপন্ন সংঘাতে
স্বপ্ন নিহত হয়, নদী মরে প্রতিনিয়ত।
কৈশোর উত্তীর্ণ যৌবনে লাবণ্যময়ী
নারীদের অবুঝ মনের ছোঁয়ায় সই,
প্রণয় প্রেম নিত্য নতুন ছন্দে কাব্য,
স্বপ্নাকাশে নীল দিগন্তের নীলিমায়
নীল আকাশে তুমি অরুন্ধতী বর্ণময়।
তোমার স্বপ্নিল কাব্য স্রোতে হারিয়ে
যাই, কাব্যিক বিন্যাসে ছন্দময়তায়
শত কবির কাব্য মাধুর্যে মুগ্ধ হয়ে যাই,
বন্ধু এই স্বপ্নাকাশে ডানা মেলে উড়ল
দিয়েছি প্রাণের মানুষদের পেয়েছি লিখনে।
No comments:
Post a Comment