নারীর অভিশপ্ত জীবন দহন
শ্যামল সোম
নারীদের একা একা সন্তান প্রতিপালন সেবা যত্ন
ও স্বজন সংসার নানা কাজে কর্মে সন্তুষ্ট করতে,
দিনরাত চলে পরিশ্রম, মনের দোসর নেই সমব্যথী
কেউ নেই, বুকের মধ্যে যত চেপে রাখা শত গোপন,
কথা শত দূঃখ যন্ত্রনা মন ভোলাবার সান্তনা দেবার
কেউ নেই,সবাই হাস্যাস্পদ ঠাট্টা করে বন্ধু নয় এরা,
" কেন এত কস্ট হচ্ছে গো বুকে মাঝে ব্যথা বেদনা,
হলে গো জুড়াবে কোথায় বলো, সহমর্মিতা সহানুভূতি,
প্রকাশে অনীহা এড়িয়ে যায় সকলে, ভালোবাসা বিহীন
ছলে বলে দেহে দখল চায়, বন্ধুত্বের ছদ্মবেশে সে এসে
সমবেদনা ভানে মোহময় মায়াময় কাব্যময়তায় ঐ জালে
মশাল জ্বলন দহনে এদের চরিত্রে সন্দেহ কৌশলে ফাঁদে
নানা লালসা অভীপ্সা নানা প্রলোভন উন্মাদ প্রলয় বলে,
পাপের প্লাবন বাঁধ ভাঙা বন্যা স্রোতে দখল নেবো সব।
তখন বস্তি বা সুরম্য অট্টালিকা সাজানো ঘরে খাল পারে
নষ্ট মেয়েদের যৌন অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুমুঠো ভাতের
জন্য আঁধারে জীবন, এই সামাজিক অবক্ষয়ে নৈরাশ্যের
অন্ধকারে এ প্রাণ নিমজ্জিত বহু নারীর আকাঙ্খা প্রেমের
স্বপ্ন পুরণ হয় না,অভিশপ্ত জীবনের অন্তরালে নারীর হৃদয়,
প্রয়াসী মন অবসরে বিনিদ্ররাতে নীরবে নিভৃতে অশ্রুমোচন।
লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে কর্ম রত বহু স্বামী স্ত্রী উপোসী ক্ষণ
দেহ ও মন ছুঁয়ে যায় কাব্য প্রেমে পড়ে স্বপ্নের রঙিম অক্ষরে,
অক্ষরে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কাব্যময় বাঙ্ময় অলংকরণ।
No comments:
Post a Comment