ছুটতে ছুটতে আমি ক্লান্ত প্রাণ এক
শ্যামল সোম
অতি বড় গুছুনি সে না পায় ঘর
অতি বড় সুন্দরী যে না পায় বর।
ঘর দোর সাজিয়ে গুছিয় রাখা,
বাপের সংসারে মা মাসি এত শাখা
প্রশাখা হাত বাড়িয়ে টেনে আদর
আদরে অস্থির চঞ্চল হরিণী ভাদর
কুকুর গুলো ঐ অল্প বয়েসে চাদর
চাপা দিয়ে দম বন্ধ হয়ে কেঁদে উঠি।
সেই যে শৈশবেই কান্না হলো শুরু,
স্কুলে পার্কে মেলার ভীড়ে দুরু দুরু
বুকে হাহাকার হাহুহুতাশ খাঁ খাঁ শুষ্ক
কৈশোরে লাঞ্ছনা নির্যাতন পশুমনস্ক
মুখে আই লভ ইউ বলে সব লুটেরা।
কলেজে পড়ার সময় ভালো লাগল
তাকে বয়সে বড় সুপুরুষ সুমিষ্ট স্বর
চোখের পাতায় চুমু খেতে খেতে বলে
" তোমার মায়াবী চোখে সমুদ্রের ঝড়
সেদিন গোধূলি লগ্নে প্রথম তোমাকে
দেখেই পড়ে গেছি এএক নদী গভীরে
প্রেমে উদভ্রান্ত বন্য উদ্দাম নৃত্য আনন্দে
সেই ভালোবাসার মানুষের হাত ধরে ছুটে
ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠলাম চলেছি
অজানা অচেনা কত শত মানুষের চলেছি
শহর থেকে শহরে এ বন্দরে বিপন্ন জীবন।
No comments:
Post a Comment