Tuesday, 13 November 2018

ওগো মেয়ে তোমার বাড়ি কোথায়?

ওগো মেয়ে তোমার বাড়ি কোথায় ?

শ্যামল সোম

নারীর যদি কখন স্বামী মারা যায়, বা
তাড়িয়ে দেয়, চল আইন আদালতে
মামলা মোকদ্দমা চরৈ বতে বিতর্ক,
কোর্ট কাছারির বছর ঘুরতে থাকো।
বর যদি ছেড়ে চলে যায়, পরকীয়ায়
বা তালাক দেয় বাচ্ছাদের নিয়ে জননী
কোথায় ফিরবে সে শেষ কে জানে?
এ যে ভাবনা সভাবত আসে কেন তা
বলতে পারবো না, আমি করি অন্যায়,
এই পুরুষ তান্ত্রিক সমাজের উপেক্ষিত।
অনেকেই করে উপহাস,এ যেন পাগল
বেফাঁস কথা বলেছি পাগলামি বলে,
অহংকারি নারীর আবার নিজের বাড়ি ?
চারটি সন্তান সংসার গয়না পেয়ে শাড়ি,
দু বেলা খাওয়া দাওয়া কাজ সেরে রাতে
স্বামীর সোহাগে আদরে গলে গলে সুখ।
অসুখ করলে দাওয়াই হাসপাতাল মরলে
চল্লিশ দিন শোক পালন শ্রাদ্ধশান্তি খরচ।
এতেও সন্তুষ্ট না হলেই  কিছু করার নেই,
মেয়ে মানুষের জীবন দহন বা আত্মহনন।
অথবা সাহস করে কলম সৈনিক হওয়ার
প্রবণতা লক্ষ্য করে কলম হাতিয়ার লেখেন
নারী আপন মনের ব্যথা বেদনা নৈরাশ্যের
অন্ধকারে থেকে কাব্য লিখনে স্বপ্ন  আলোয়
আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নারীর মন প্রাণ।

No comments:

Post a Comment