Friday, 30 November 2018

বিনিদ্র রাত জাগে তারাদের সাথে নারীর মননে কথন

বিনিদ্র রাত তারাদের সাথে  নারী মনের কথন

শ্যামল সোম

আমার এ চোখের পানিতে দিয়ছি বাঁধ,
যৌবনের আগেই ঘুচেছে সখ আহ্লাদ।
কাক ডাকা ভোরে ঘুম চোখেই নিয়ে ঝাঁটা
খক খক কেসে শাশুড়ির গালি দেন কাঁটা-
হয়ে থাকি ভয়  ভয়ে স্বামী ঘুম থেকে উঠে,
এসে চুলের মুঠি ধরেন যখন গলার টুটি
টিপে ধরলে চোখে দেখি সরেস হলুদ ফুল,
বাপ কৈশোরে আপদ বিদায়ী এ বিয়ের ভুল।
পনের বছরে বিয়ে পর থেকেই গাভিন হলাম
পাঁচ বাচ্চা দুটো গেল মরে,খাটুনিতে বেসামাল।
পান থেকে চুন ঘসলে বিছানায় শুয়ে ঘুমলে
ডান্ডা উঁচিয় তেড়ে এলো দাঁতাল শুয়োরের হুল,
চাঁদের আলোয় চিত করে ফেলে উৎখাত মূল।
বেদনায় ডাক ছেড়ে কাঁদবো তার ও উপায় নেই
কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ভয়ে সেই,
থেকেই লেখালেখি শুরু তাও সে ছদ্ম নাম আশা,
উঠোনে এসেই দেখি আমার এক টুকরো আকাশ,
জ্যোৎস্নায় আলোয় থৈ থৈ উঠোনে সনসন বাতাস,
নিভৃতে গোপনে লিখি আমার মনের কথন প্রকাশ,
আমার বুকের মাঝে ব্যথা বেদনা তবু ভালোবাসা।

No comments:

Post a Comment