কন্যা দান বা অপাত্রে মাল্য দান ( মুক্ত গদ্য )
শ্যামল সোম
কন্যা দানের অপেক্ষায় থাকে না নিজেই নিজের ভেতর
রোপিত করে প্রেম কখন ফুল ফোঁটা বা অকালে ঝরে
ভালোবাসার যশস্বী হতে হাত দিয়ে চাঁদ ছূঁতে শতসহস্র
তরুন প্রজন্মের কিশোর কিশোরী যুবতী যুবক তন্বী বর্ণী
তরুণী ব্যাকুল প্রাণের আকুতি কাঙালিনী শিহরিত হয় !
শেষে ছলনা লাঞ্ছনা প্রবঞ্চনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বা গায়ে প্রেমের দাউ
দাউ আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় মনুষ্য জীবন।
প্রেমের ফাঁদ পাতা আছে এই ভুবনে খুব সাবধান খাদে
পড়লে অতলে তলিয়ে যেতে হবে। প্রেমের কবিতা সহজ,
প্রেমের দহন অসহ্য লাগতে পারে কতজন মানুষ হিসেবে
গড়ে মারা যায়, ধুকে ধুকে মরছে তিল তিল করে, ভুল বা
শয়তান বেছেছে সারা জীবন খেসারত দিতে হবে মৃত্যু
আলিঙ্গনের পূর্ব পর্যন্ত হায় হায় কোথা গেলে সেথায় সে
কোথায়, আপন প্রাণের মানুষ খোঁজ পাওয়া যায় গো?
No comments:
Post a Comment