Wednesday, 21 November 2018

নারীর ভালোবাসার কাঙাল আমি

নারীর ভালোবাসার কাঙাল আমি

শ্যামল সোম

একমুঠো ভালবাসা তুমি দাও !
সাগরে অতলে ডুব দিয়ে চাও
যদি পারিজাত ফুল দেবো এনে,
স্বর্গের উদ্যানে এখানে ওখানে 
ঠিক খুঁজে পেয়ে সাজাবো রতনে।
এক আঁচল ভালবাসা ঢেলো যতনে
সেই ভালোবাসার নদীতে অবগাহনে,
স্নান সেরে উঠে মুগ্ধ নয়নে তাকিয়ে,
দেখি কাজলের আঁকা আঁখি জড়িয়ে,
রয়েছে হৃদয়ের স্পন্দনে গুঞ্জরিত সুর
হে নারী চরণে বাজে প্রতিধ্বনিত নূপুর।
এক আঁচলা ভালবাসা যদি কখন পাই
জন্ম জন্মান্তর প্রেমে পড়ে খোলা চুল তাই
মুখ ডুবিয়ে ঘ্রাণে প্রেমের স্পর্শে ভুলে যাই,
রাজ পাঠ সিংহাসন থেকে উঠে দেখি নয়ন
সংসারের হাল ছেড়ে অরণ্য পুষ্পের কানন।
হেমন্তর সাথে হৈমন্তী শুক্লাদ্বাদশী রাত্রি যাপন
এ এক আশ্চর্য রূপকথার কাব্য পদ্ম স্বপন।
তুমি প্রেমময়ী ঝর্ণা ঝরে পড়ছো ভালবাসায়
তোমার ভালোবাসার বৃষ্টি স্নাত হয়ে মগ্নতায়।
এ কাঙালকে ভালোবেসে করেছো গো ধন্য
তোমার প্রতীক্ষায় যুগ যুগ ধরে রয়েছি অনন্য।

No comments:

Post a Comment