ছুঁয়ে দেখি ভোরের নদী,
সকল গ্রুপের কর্ণধার ও সব আমার ভালাবাসা মানুষ বিখ্যাত স্নামধন্য কবি
ভালোবাসা অলংকরণে হৃদয়ে অর্ঘ্যকমল উপহার।
কবি ও কবিতা সুন্দরী স্বপ্ন নন্দিনী স্বপ্নের কাজল নয়না হরিণী অভিসারের এলো
সে আমা শেষের কবিতারর
লাবণ্য তোমার খোঁজেই
বাঁশিওয়ালা শ্যামল সোম
লাবণ্যময়ী লাবণ্য এক জন বন্ধু সে আছে এই সে ভালো মানুষের খোঁজে
দেশ থেকে দেশান্তরে ফিরছি --- লাবণ্যের কাঁধে কষ্ট পেলে মাথা কাঁদা
যায় যে দুখের সুখে পাশে থাকে, পরম মমতায় জননীর মতো আঁচলে
চোখের জল মুছিয়ে দেবে,চরম হতাশায়, লেখা সব চুরি করার জন্য
ভেঙে পড়লে পিঠে হাত রেখে, লাবণ্য সান্নিধ্য থেকে মাথার চুলে
হাত বোলাতে বোলাতে বলল, " সোম আমি তো তোমার পাশে আছি
সব সময় এত ভেঙে পড়ছো কেন ?
সোম আবার তোমাকে নূতন করে লিখতে হবে একাউন্ট হ্যাক
করছে তোমার সব লেখা নষ্ট করেছে আবার নতুন করে লেখো তোমার সমস্ত যত ,
লেখা সে সব সব লেখা তোমার লেখা মনে আমার হৃদয়ে গহীনে বিমূর্ত প্রস্তরে গাঁথা
মনে আছে বিয়ের পড়েই সাতনা শ্টেশনে নেমে গাড়ি ভাড়া করে দেখতে যাওয়া
খাজুরাহো প্রাচীন
মৈথুনরত ভাস্কর্য নির্মাণ শৈলী শৈল্পিক নান্দনিক অপরূপ সৃষ্টি হোটেল থেকে
প্রতিদিনই সকাল থেকেই দেখতে যাওয়া রাতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ক্লাসিক
নৃত্য পরিবেশন বিখ্যাত নৃত্য উৎসবে দেশবিদেশ অতিথিদের আগমন দেখে
সোম তুমি দুঃখ করে বললে পশ্চিম বঙ্গ সঙ্গীত নৃত্য পরিবেশন ক্লাসিকাল নেই,
উচ্চাঙ্গ কোন কিছুই নেই।
রবীন্দ্রনাথের জন্যই বাঙালি আমাদের পরিচয় !
লাবণ্য তুমি তীব্র প্রতিবাদ করে তা কেন আমাদের ছৌ নৃত্য ভাদু
ভাটিয়ালি বাউল গান কি উচ্চাঙ্গ এর নয়?
তুমি ম্লান হাসলে, রাত জেগে ফিরে এসে ষোল কলা কামসূত্র
বলয়ে বাঙ্ময় কাব্য অলংকরণে হীরক দ্যুতি আশ্চর্য সৃষ্টি!
প্রানের বন্ধুর হাত চেপে ধরে তাকে জিজ্ঞেস করলাম, "বলো না গো লাবণ্য পারবো ?"
সোম - ! তোমাকে পারতেই - হবে নিশ্চয়ই ! আমি আছি তোমার পাশে।
আমার ঘণ আলিঙ্গনে লোমশ বুকে আদরে অস্থির আদরের লাবণ্য
ফিসফিস করে বলছে, " সোম নিশ্চিত আমি জানি জানি গো তুমি ঠিক ঠিক
পারবে পারবা আমার হৃদয়ের আহ্বান আশ্বাস দেয় আমাকে এ আমার স্বপ্ন তুমি সার্থক করো"
বেদনায় না কান্নায় বাড়িয়ে দিয়েছি হাত -- তোমাদের দিকে।"
ফাল্গুনের দিন শেষ হবে স্বপ্নে দেহের সিঁড়ি বেয়েবন জঙ্গল সর্পিল পথ চলা
তোমাকে না বলা কথা বেলা শেষে দুজনে জঙ্গলের বসে
পরস্পরের শরীরের ঘ্রাণ সে সুতীব্র ঘ্রাণে বকুলফুলের গন্ধে
মাতাল সমীরণে রক্তের শিরায়
রন্ধে রন্ধে উত্তাল উতপ্ত আনন্দে উদ্ভাসিত হিমালয়ের শৃঙ্গ এই পূর্ণ
সূর্যোদ্বয়ে মতন ছিল আমাদের প্রেম।
No comments:
Post a Comment