আজ চলেছে সতীদাহ
শ্যামল সোম
বিবাহের আগে পরে দাও দাও যৌতুক পণ,
দেখে শুনে হলে আগে প্রেমের প্রলয় প্লাবন,
প্রেমের সুবাস ঠিক রজনীগন্ধা ফুলের মতন।
বাসি ফুল কে রাখতে চায় রঙিন সখের ঘরে
সাজানো সংসারে নিত্য নতুন বউ, এ যদি মরে।
চালাও প্রহার নির্যাতন লাঞ্ছনা প্রবঞ্চনা প্রতারণা
যতদিন না করে সোনামণি ফুলবানু না আত্মহনন।
শিক্ষিত অশিক্ষিত গ্রাম্য নারী শহরে বিদূষী প্রেয়াসী
সদা জাগ্রত নারী কল্যাণ স্বাধিকার আদায়ে সাহসী
সাহসিকতা নারীর নজির নেই, বঁধু হত্যা নারী প্রলয়,
ঝড়ের কবলে ভালোবাসার ভুলের মাসুল দেয় নির্দয়।
মর্ম স্পর্শকাতর মন মানসিক ভাবে মৃত্ সে এ জীবনে
নারীর জীবন যন্ত্রনা স্বপ্ন প্রেমে হারিয়ে মৃত্যুর আলিঙ্গনে
অপমানে অবহেলায় অপেক্ষায় রয়েছে কাব্য এই প্রাঙ্গণে।
দেশে দেশে কত শত আইন সাংবিধানিক অধিকার নারী
কত কমিটি সুরক্ষা কন্যা সন্তান আগামী কালের স্নেহময়ী
একবিংশে জননী সেই জননী, বঁধু হত্যা কি সতীদাহ মৃন্ময়ী ,
মন্দিরে চিন্ময়ী সতী মাতা পূজিতা আজ নারী শিশু ধর্ষিতা ,
আগুনে পুড়িয়ে মারার নানা কৌশলে কত সব পারদর্শিতা।
সাম্প্রতিক সামাজিক অবক্ষয়ের নারী নির্যাতন প্রতিরোধ
গড়ে তুলতে হবে, এ আমাদের সামাজিক দায় দায়িত্ব বোধ।
No comments:
Post a Comment