বাসনা অপূর্ণ রবে তবু আগ্রাসী মন
শ্যামল সোম
অঝুজ পোড়া মনরে ফুরিয়ে এলো বলা
সব ছেড়ে শুরু করো শেষ যাত্রায় ঐ চলা,
প্রভু জী কেন মন তবু চায় দেকতে আবার
ফিরে ভাবি ভোরের আকাশে নূতন সূর্য উঠবে।
দলে দলে পাখিরা জোড়ায় বাসা ছেড়ে উড়বে,
তোমাদের বাগানের ঐ গাছে গাছে ফুল ফুটবে।
বরিশালে কীর্তনখোলা নদী বহমান স্রোতে ভেসে
পাল তুলে হাল ধরে নৌকায় মাঝি ভাটিয়ালি সুরে,
গান গাইবে গাইবে, বাংলাদেশের মেঠো সে সুরে
লালনের " মিলন হবে কতদিনে " গাইতে গাইতে
আমার ফেলে আসা স্বদেশের ভূমিতে আর ফেরা
কে জানে হবে কিনা মাতৃভূমি আর ফেরা কখন ?
হবে না জন্ম ভিটেয় প্রথিত বট বৃক্ষ হয়ে জন্ম গ্রহণ
কি করতে পারবো, বৃক্ষের ডালে ডালে বিহঙ্গ উড়ে
আসবে দেশ হতে, দেশান্তরে পাখিরা ডালে বাসা
বাঁধবে, হৈমন্তী শুক্লা দ্বাদশী পাখি ডিম ফুঁটে শাবক
ছানা কিচির মিচির করবে কখন, কাঠঠোকরা পাখি,
কাঠবেড়ালি এ বৃক্ষ ডালে ডালে তড়তড় করে উঠে যাবে,
বৃক্ষের শীতল ছায়ায় ক্লান্ত পথিক জুড়িয়ে নেবে বিশ্রামে
গোধূলি লগ্নে প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে বৃক্ষে কান্ড
হেলান দিয়ে প্রেমালাপ, নারী কন্ঠে " আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো "
কোঠরে কোঠরে সাপ ও প্যাঁচা বাস, এই বাংলায় শঙ্খ চিল শালিকের বেশে
নাহি ফিরে আসি খেদ নেই বৃক্ষ ডাল পাতা ফুল ফুটে উঠবো,
হৃদয়ে বাংলাদেশ ফিরে ফিরে এসে যাবো আপন আলয়ে
আলোয় আলোকিত পথে আলোকময় ভালবাসায়।
No comments:
Post a Comment