Tuesday, 13 November 2018

কণকাঞ্জলি কন্যা দান

কণকাঞ্জলি কন্যা দান

শ্যামল সোম

বাইশে শ্রাবণ মেঘের ঘনঘটা অজানা অশনি সংকেত । কালো মেঘে ছেয়ে গেলো দুপুরের আকাশ, বিকেলে
ঘণ কালো মেঘ চলে গিয়ে, ঝল মল নানা রঙের রঙিন হয়ে উঠলো গোধুলির আকাশ।
রমেন বাবুর একটি মাত্র কন্যা সন্তান নীলা নীলাঞ্জনা সুন্দরী স্মার্ট,উচ্চ শিক্ষিতা সুন্দরী যুবতী তন্বী তরুণী উচ্ছল চারিত্রিক বৈশিষ্ট্য মিশুকে আলাপ পরিচয়ে তার নিজস্ব বুটিক নাম দিয়েছে **  কাদম্বরী *** দুর্দান্ত আধুনিকতা
মোড়কে পুরনোকে নতুন ছন্দে ফিরিয়েছেন দোকানে শোভা পাচ্ছে তার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য  old and Modern
blending. নীলা এই বুটিকে সব কিছুই তার নিজস্ব শৈল্পিক নান্দনিক বিন্যাসে গড়ে তুলেছে, এই শোরুম তার সন্তান
মতন প্রিয়।
নীলা নিজে ডিজাইন করে, পোষাকের নারী পুরুষদের।

চার বছর FASION DESGINE COURSES COMPLETE করেছে। এটা তার প্যাশন ও প্রফেশনাল মনোবৃত্তি।
সহজে অনেকেই ভুল করে কাছে আসতে চায়, ভালোবাসা ছাড়া জীবনে অনেক কিছু করার আছে তাই সুন্দর ভাবে এড়িয়ে যায়।

ফেশান ডিজাইনার হিসেবে নাকডাক হচ্ছে, দুম করে বিয়ে করে কাজে ব্যাঘাত ঘটতে পারে না, বাড়ির একমাত্র
কন্যা সন্তান ডাক্তার বাবা চান ডাক্তার জামাই, মা কলেজে পড়ান তিনি পছন্দ করেন প্রফেসর জানাই।

অবশেষে বিয়ে করলো চার বছর  কোর্টশিপ পরে ঐ সৌভিক বাসু সফ্টওয়ার কোম্পানির সি ই ও গাড়ি পশ এলাকায় FLAT একাই থাকে আমোদে আহ্লাদে দুর্দান্ত জিম জয়েন করছে বহুদিন অসম্ভব সুন্দর চেহারা,
বিবাহ আসরে দুজনকে নম দম্পত্তি একসঙ্গে দেখে অনেকেই বললো, THEY ARE MADE FOR EACH OTHER.
আগুন সাক্ষী রেখে পুরোহিতের মন্ত্র উচ্চারণ সাত পাক ঘোরা, কুসুম ডিংঙে, কুনকে দিয়ে  একটা
বেনারসি শাড়ি মাথা ঢেকে বেতের নয় রূপোর কুনকে দিয়ে সিঁদুর পড়ানো, কুলো সাজিয়ে বরণ।
খই পোড়ানো ঐ যজ্ঞ আগুনে নব দম্পত্তি একসঙ্গে জোড়া এবং কনের পরনের বেনারসি আঁচলের
সাথে গাঁটছড়া, বাসরে হৈ হুললর গান মজা হরেক রকম হলো।
পরদিন আশীর্বাদে পর্ব শেষ হলে নীলার মা রিনি আঁচল পেতে দাঁড়ালেন নীলা সুরভিকে সাথে চিরদিনের মতন মায়া স্নেহে বন্ধন ছিন্ন করে এক কুনকে চাল পেছনে মায়ের আঁচলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ফুল দিয়ে সাজানো গাড়িতে স্টিকের সাথে চলে গেলো।

কি এমন ঘটল বছর না ঘুরতেই  সাজহীন বিষন্ন বিষাদে আচ্ছন্ন মন খারাপ নিয়ে হঠাৎ বাবা ডাক্তার রমেন মামণি রিনির কাছে ফিরে এলো কেন কি ব্যাপার হলো হঠাৎ অতর্কিতে গল্পটি  বিস্তারিত জানতে ভিজিট করুন সিনেমা হলে।

No comments:

Post a Comment