Monday, 12 November 2018

তাঁকে যে নামে ডাকো, একমাত্র স্রষ্টা প্রভু তিনিই

তাঁকে যে নামেই ডোকো, একমাত্র স্রষ্টা প্রভু তিনিই

শ্যামল সোম

কেউ কারো নয় কেউ কারো নয় কেউ কারো নয় ---
যে যার সে তার নিজের আপন সে নিজের যে হয়।
এ দুনিয়ায় কে কার তুমি আমার না আমি তোমার ?
ফানুস হাউইবাজি আতসবাজি রংমশাল জ্বলে উঠলো
আলোয় আলোয়, আলোময় ঐ আলোকিত স্বপ্নলোক,
প্রেম নিত্য নতুন ছন্দে ফেরে ভালোবাসা ঢঙে রঙে শোক
মান অভিমান বেল জূঁই ফুলের মতন তুমিই আনন্দলোক।
বেলা শেষে, ঝরা ফুল এ দৈনন্দিন জীবনের পথে সম্মুখীন,
বয়েসে ভারে দারিদ্র্যতা আর্থিক মানসিক, স্বাস্থ্য সুস্থ কঠিন,
বিপর্যয় বিধ্বস্ত হয়ে বিবর্তনে হারিয়ে যায় হৃদয়ে এক ঝড়ে,
কি প্রেম ভালোবাসা প্রিয়া, ঈশ্বর জ্ঞানে তাঁকেই  প্রণাম করে,
মহাণ স্রষ্টা প্রভুর কাছে এ প্রার্থনা করি চরণে আশ্রয় যেন পাই
নিতে চাই জীবনের শেষ প্রান্তে এসে আমার একান্ত আশা তাই।

No comments:

Post a Comment