Tuesday, 20 June 2017

সুখের স্বপ্নের সংসার 2

কোর্টে শেষ পাঠ বিচারকের রায়ে শুনি বিহ্বল নন্দিনী একবার তাকায় আশীষের দিকে ক্লান্ত
বিধস্ত মাথা নীচু করে সুব্রত, অশোক বন্ধুদের সাথে দ্রুত বেরিয়ে যায়।
আশ্চর্য মানুষের মন সেদিন ম্যারেজ রেজিস্টারের অফিসে কত আত্মীয়স্বজন, বন্ধু  বান্ধবীদের ভীড়
মনীষার হাতে বিশাল যূঁই ফুলের মালা, সুব্রতর হাতে গোলাপ ফুলের স্তবক, বাপি মা কাছে গয়নার বাক্স।
সবাই কিছু না কিছু উপহার দেয়ার জন্য  উদগ্রীব, হাসি ঠাট্টা, ছবি উঠছে, রেজিস্টার মহিলা শুভ কামনা জানালেন, বিবাহের শপথ গ্রহণ, মালা বদল পরস্পরের চোখে স্বপ্নের  আকাশে ভেসে যাওয়া।
কুলু  মানালি প্রাকৃতিক মনোরম পরিবেশে মধু চন্দ্রিমা রোটান পাসে রবফ।

আজ সেই বরফের শীতল, যদিও এখন ফাল্গুন।
গাড়িতে যেতে গাড়ির জানলা দিয়ে দেখছে লালে লাল পলাশ, কৃষ্ণচূড়ার রক্তিম, শুধুই বিবর্ণ ধূসর বিষন্ন মনে
ক্ষোভে অস্থির বারে বোতল থেকে জল পান তবু এত তৃষ্ণার্ত কেন নন্দিনী?
নিষ্ফল প্রয়াস ছিল এতদিনের ভালোবাসা, হাহাকার নন্দিনী বাপির পাশে জানালার ধারে বসে অন্যমনস্ক হয়ে
দেখছে কোলকাতার কোলাহল মুখরিত কোনোকিছু  থেমে নেই, চলমান পথচারী গাড়ি বাস বাইক।

No comments:

Post a Comment