এই বয়সে প্রেম ফিরে আসে
শ্যামল সোম
কাল মাঝরাতে ভেঙে গেল ঘুম
সারাপাড়া নিস্তব্ধ একেবারে নিঝুম,
ঝিরঝির ঝরছে অনাবিল লাবণ্য
বৃষ্টির শব্দে ফিরে যাই সমৃদ্ধ স্মৃতিতে।
বাহিরে খোলা জানালা দিয়ে দেখি
জ্যোৎস্নায় বৃষ্টিস্নাত শুভ্র যূঁই ফুল
টবের উঠল ফুটে প্রেমের ফুল যূঁই
ফুল ফুটতে দেখে মুগ্ধ হয়ে গেলাম।
যূঁইফুলের ঘ্রাণে ভেসে আসে প্রেম,
আশ্চর্য স্রষ্টার প্রেড়িত ঐশ্বরিক এই
শাশ্বত সত্য সুন্দর শ্বেত শুভ্র প্রেমের
আখর লেখা রয়েছে গহীন অরণ্যে
মনের মমনে, আত্মস্থ আত্মমগ্ন মন,
কেন ফিরে ফিরে মন পিছু ফিরে চায়,
ফুটে থাকা আমার প্রিয় ফুল যূঁইয়ের
পাণে, মনের বাসনা মৃত আমার গলায়
যূঁইয়ের মালা দিও গো প্রিয় পড়িয়ে, ঐ
শব বাহকেরা চলেছে শ্রাবণে শ্মশাণ এ।
আমার আদরের খুকু
শ্যামল সোম
আমার সাধের গায়ের বাড়ী
নেই কেউ কি জানেন ভাই
বাড়িটা কোথায় হারিয়ে যায়।
কীর্তন খোলা নদীর ধারেই
ছিল আমার পৈত্রিক বাড়ী
ভিতর পানে পুকুর পুকুরের
জলে হাঁস,লাল শালুক ফুলের
পদ্ম পাতায় শিশির ঝরে বিনিদ্র
রাতে টুপটাপ বাড়ীর সনে বাগান।
নারকেল গাছের ঘেরা ফুলের
পরে প্রজাপতি সব রঙ বেরঙের
রাঙা গোলাপ ফুলে ভ্রমরের
চুম্বনে মধুপান মৌমাছির গুঞ্জন।
ময়না দোয়েল পাখীর সে গান
টিয়া, শত চড়ুই পাখীর কলতান
প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলনে
বহুযুগ পরেও আলোড়িত আমার
এই হৃদয়ে আনন্দে অশ্রু ঝরে।
হঠাৎই সত্তর বছর আগে এক
দামকা ঝরে এলো মেলো হারিয়ে
গিয়েছিল আমার খুকু- --
আজও আমার হৃৎপিণ্ড সম কন্যা
আমার নয়নের মনি, সে ঘরে ফিরলো না।
No comments:
Post a Comment