Tuesday, 13 June 2017

Script মায়ের তীর্থ যাত্রা

স্ক্রিপ্ট রাইটারের প্রতিবেদন।

মায়ের তীর্থ যাত্রা
......শ্যামল সোম

আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে
কাকেদের কর্কশ চিৎকার, উঠোনে দাবড়ানি--
যৌবনা গতরে ঠমক তুলে সহবত শেখাচ্ছেন
আমার দুখিনী মাকে।
মা ভয়ে আতংকে, তাড়নায়-তীর্থ যাত্রার নামে
পোটলা পুঁটলি বেঁধে চললেন আমার সাথে,
শহর ছাড়িয়ে নদী পেরিয়ে, একদিন বনের আড়ালে,
ক্লান্ত হয়ে পাহাড়ের কোলে এলাম। " খোকা অনেক কষ্ট-
হয়েছে তোর, বাছা আয় এবার কিছু খেয়ে নে, " পুঁটলি খুলে-
বেরোল -নাড়ু-পুলি পিঠে - আহহা সে যেন অমৃতের স্বাদ।
ঈশ্বরের দর্শন আকাঙ্খায়, তীর্থবাসে উন্মুখ জননী-
মুখে তুললেন কিছুই, পথ ভারে পরিশ্রান্ত হয়েছেন তিনি।
কাঁধে তুলে নিয়েছি মাকে, উঠছি পাহাড়ের পাকদণ্ডী বেয়ে,
ঘন মেঘে ঢেকে গেল, ঝম ঝমিয়ে নামল বৃষ্ঠি, গুহাই এখন
আশ্রয়, মাকে শুইয়ে দিলাম, আগুন জ্বলে তাপ, মা মৃত প্রায় !
বরফ পড়ছে বাহিরে, জন্মদাত্রী মুখে স্মিত হাসি হেসে চোখ
মেললেন একবার-" খোকা ! জল ! "
তৃষ্ণার্ত জননী- চলেছি জলের খোঁজে,
দ্রুত নেমে আসছি পাহাড় বেয়ে--সামনেই ঝর্ণা-
তবু তৃষিত মায়ের জল নিয়ে আর কোন দিনই
ফেরা হল না আমার।
জীবনের পথ চলতে -গল্পে যেমন আছে প্রেমিকার
বায়না " তোমার মায়ের হৃৎপিণ্ড চাই !"
প্রেমিক মায়ের হৃৎপিণ্ডন্ড হাতে নিয়ে চলছে -
হাঁচট খেয়ে আছড়ে পড়ে, মায়ের গলায় শোনে-
-" ষাট ! ষাট ! সাবধানে পথ চল খোকা ! "

No comments:

Post a Comment