চুয়াত্তর বছরেও আমি
শ্যামল সোম
গোপনে ভালোবাসি তোমাকে, না
না, ভালোবাসতে হবে না আমাকে।
ভালোবেসে কাছে শুধু আসা নয়
দূর থেকে ভালবেসে পূর্ণ এ হৃদয়।
কেন আমি তোমাকে ভালোবাসি
তুমি সৌন্দর্যের নক্ষত্র অরুন্ধতী
কাব্য লিখনে স্বাতী নক্ষত্র পারদর্শী।
তুমিই কি সমুদ্রের সেই প্রচন্ড ঢেউ,
কক্সবাজার থেকে ছুটে এসে কেউ
এ ভাবে আছড়ে পড়ে বুকের পড়?
জীবনের শেষ গোধূলির লগ্নে এলে
হে প্রেম তোমাকে কি দিয়ে বরণ করি?
সম্বল মাত্র এক ঐ ভালোবাসার কড়ি।
ভব সাগর পার করে দিও ধরে এ হাত,
দোহাই তোমার ছেড়ে যেও না কখন হঠাৎ,
যদি কখন চলে যেতে হয় ক্ষমা কর আমাকে।
No comments:
Post a Comment