Friday, 16 June 2017

হে আমার স্বদেশ


হে আমার স্বদেশ

শ্যামল সোম 

অখন্ড ভারতবর্ষ
খন্ড খন্ড খন্ড খন্ড
ছিলো কি ?
তিন খন্ডে ভাগ
স্বাধীনতা পাক
বিদেশী দেশী
প্রভুর বিধান
না মানলে গর্দান।
হঠাৎই সত্তর
বছরের বৃদ্ধ বৃক্ষ
প্রেমিক ফের কাঁদে।
পণের বলি বোন
মনের চিতায়
জ্বলছে আগুন
নীল  আকাশে
উড়ছে ধোঁয়া
বিস্ফোরণে
ভয়ঙ্কর আতংকে
কাটছে দিন
মরছে মানুষ
মানুষের পাপে
দেবতার অভিশাপে
বেহুঁশ মানুষ মানুষের
স্বধর্ম পালন আমরা
করছি কৈ ?

No comments:

Post a Comment