Saturday, 24 June 2017

সাপ সোহাগিনী

সাপ সোহাগিনী

শ্যামল সোম

আগেও কি দেখেছি কখন একে
পথে ঘাটে, এ মেলা ও মেলায়।
সাঁকো বেয়ে চাঁদপুরে লঞ্চে উঠতেই,
বাইদানির  কাজল আঁকা কালো
উজ্জ্বল জোড়া চোখে চোখ পড়তেই
চমকে উঠি আমি বিরল কটাক্ষে।
দেখি লাস্যময়ীর সাথে বৃদ্ধের হাতে
সাপুড়ে বাঁশি, মস্ত এক ঝোলা মাথায়,
ঝোলার ভেতরেই সাজানো ঘরসংসার।
সাপিনীর চোখে বিষ মাদকতা, আহ্বান
আমি জনমজুর সাম পেটানো চেহারা
কে কার সুতীব্র আকর্ষনে শিহরিত ?
নারীর পরনে নীল শাড়ি, লাল জামা
গলায় পাথর পুঁথির মালা, কাচের চুরি।
কানে দুলছে দুল, বুকের কাছে বাচ্চা
সাপের ঝাঁপি মাথাতে সাপের ঝাঁকা।
সাপের খেলা দেখায় সর্পিল কৌশলে
নৃত্যরতা শঙ্খিনীকে কাল কেউটের
ছোবল না চুম্বন, বাঁশিতে সুর নাগিনী
নেচে চলে, স্মৃতি ঘেয়া বেয়ে এ বন্দর 
শহর মন ভাসমান গাজীপুরের পুঁই গ্রামে,
ঐ তো রুমেলা, শৈশবের খেলার সাথী
কবে কখন হারিয়ে গেল কার সঙ্গে ঐ
বুড়ো বাঁশিওয়ালার বাঁশির সুরের টানে ?
কে জানে ?

No comments:

Post a Comment