Thursday, 15 June 2017

বিতর্কিত আমি

বিতর্কিত  আমি    তারিখ- - 15--6--17

শ্যামল সোম

স্বাগতম সুপ্রভাত কল্যান হোক  এই গ্রুপের সবাইর  প্রতি
সন্মান শ্রদ্ধা রেখেই এবং পেয়েও ভালোবাসার কাঙাল আমি,
আমার জীবনের শেষ লগ্নে ক্ষণিকের ভালোবাসা পাথেয় করে
শুধুই তোমাদের ভালোবেসে, ভালোবাসা সাথে নিয়ে চলে যাবো।
বন্ধু অনেক দূরের পথ, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবে ভক্তেরা

" নরকে পাঠাও দোজখে পাঠাও বেহেস্তে নয় বা স্বর্গে ঠাঁই নেই 
ঐ বৃদ্ধ প্রেমিকের যে মানুষ, আকাশ, নদী সমুদ্রে প্রকৃতিকে ভালোবেসেছে
যে কখনোই ধর্মের আচার, অনুষ্ঠান মানে নাই, মানুষকে ভালোবেসে অপরাধী !"

এই হয় বুড়ো হলে, অবান্তর, আবোলতাবোল বক বক করে, মাফ করবেন
বিনম্র অনুরোধ রইল, আর হাঁ আপনারা সবাই খুব ভাল থাকবেন নিরন্তর।

No comments:

Post a Comment