বোন তোমার জন্য আমার এ উপহার
এ অন্যায় জানি
শ্যামল সোম
তবু ধুলোয় লুণ্ঠিত মন
কেন, চলে যাওয়ার এই
শেষ বিদায়ের গোধূলির
অন্তিম রাঙা লগ্নে কেন?
খুব জানতে ইচ্ছে হয়,
যদিও জানি অহেতু
কৌতুহল ভালো নয়।
দৈনন্দিন জীবনের
পদ্মপাতায় শিশিরের
মত সুখ টলটল করে,
শুষ্ক দূষন বাতাবরণে
উদ্বিগ্ন সন্ত্রস্ত নিশ্চুপ,
মলিন হেসে, আছি
ঐ একরকম,ভালো
চলে যাচ্ছে, আলো
আলোকিত হল না
মুখ, ছায়ায় অশনি
সংকেত, যুদ্ধ চলছে?
বেঁচে থাকাটা যেন এক
যুদ্ধের রক্তাক্ত রণাঙ্গন।
হঠাৎই খবর পেলাম সে
নেই আততায়ীর আঘাতে
নিহত, ও পরে কার লাশ
ছিন্ন কামিজ গলায় ফাঁস।
খবরের কাগজ টিভি না
দেখিনা আপন মনেই ভাবি
তোমাদের কথা কত সুখ
দুখের কথোপকথন তোর
সাথে আলাপচারিতা ভালো
লাগা থেকে কখন যে
গড়ে উঠল হিম পড়া প্রেম।
ভীষণ জানতে ইচ্ছে হয়
তুমি বা তুই আছিস কেমন?
জানে ইচ্ছে হয় কাঁটাতারের
এপারের সে ওপারের তুমি
তাঁরা, আছে কেমন, যেমন
থাকেন আর সবাই ঠিক তেমন।
No comments:
Post a Comment