Tuesday, 20 June 2017

সুখের স্বপ্নের সংসার

সুখের স্বপ্নের সংসার

শ্যামল  সোম

মাত্র এক ঘন্টায় সওয়াল
জবাবে এত সময়ে কোর্টে
কলমের একটি সাক্ষরে
শেষ হয়ে গেল সম্পর্ক।
আশীষ ও নন্দিনী মনে
যে প্রচন্ড  ঝড় বহিছিলো,
হঠাৎই আলোড়ণ থেমে এল।
থম থম মুহূর্ত কান্না গিলতে
না পেরে নন্দিনীর দুচোখ জল
টলটল, আশীষ রুমালে ঘনঘন
মুছছে রক্ত বর্ণ চোখে জ্বালা।
ওদের যে সম্পর্ক গড়ে উঠেছিল
গত পাঁচ বছরের তিল তিল
পলে পলে ভালোলাগা থেকে
পরস্পরের উপর নির্ভরশীল
সমস্যা সমাধানে সাহায্য করা।
পরস্পরের প্রতি বিশ্বাস বন্ধুত্ব
সহমর্মিতা সহানুভূতি কেউ একজন
অসুস্থ হলে বিশেষত নন্দিনী অস্থির
অফিস থেকে ছুটি নিয়ে বিয়ের অনেক
আগে থেকেই আশীষের ভালোমন্দ
সজাগ দৃষ্টি, মাতৃহারা আশীষ জ্বরে
মা মা ডাকত বেহুঁশ হয়ে নন্দিনী ঠিক
জননীর মতন সেবা শুশ্রূষা ঔষধ
খাওয়ানো বুকে করে, " শীষ তুই খেতে নে"।
পর্দার আড়াল থেকেই একনজর দেখে
অসীমবাবু আশীষ এর বিপত্নীক পিতা
অশ্রু সজল মুখ ভেসে উঠল কি আজ
আশীষ ও নন্দিনী মনের মসৃণ  আয়নায়।  ( চলবে )

No comments:

Post a Comment