ধন্যবাদ আপনাদের নাট্য সংস্থার প্রয়াস সার্থক হোক।
নাটক জীবনের অবিচ্ছেদ্য সংগ্রাম
শ্যামল সোম ছদ্মনাম বংশি বাউল
নাট্য সংস্থা সকল নাট্য গ্রুপের সদস্য সদস্যাদের জানাই উষ্ণ অভিনন্দন
উন্মুক্ত মন আমার যেহেতু পঞচাশ বছর আগেও একজন নাট্য কর্মী
ছিলাম, আজও চুয়াত্তর বছরের বৃদ্ধ নাটক ভালোবাসে স্মৃতি তাড়িত
মন অতীতের বহু বছর আগের দেবী গর্জন ছেঁড়া তার বিজন ভট্টাচার্য
ঋত্বিক ঘটকের অভিনয়, শম্ভু মিত্রের শিহরিত কন্ঠস্বর উৎপল দত্তের
দূর্দান্ত অভিনয় কাপ্তেন সাহেব টিনের তরোয়াল।
পুতুল খেলা নাটকে তৃপ্তি মিত্রের বাকি ইতিহাস বা পাপ পুণ্য অজিতেশ ব্যানার্জি,
কেয়া দি ঐ অনতিগোনে, ভালো মানুষের পালা-- অফুরন্ত স্মৃতি চারণ।
আপনাদের সবার কল্যাণ হোক তবে নাট্য কর্মীর জীবন সংগ্রাম কঠিন লড়াই।
No comments:
Post a Comment