শ্যামল দাদামশাই
মুসা জালাল বাবুল
________________
শ্যামল সোম দাদামশাই
আছে হৃদে ভালোবাসায়,
শুভেচ্ছা শতত রবিরশ্মি প্রভাত
থেকো বঙ্গ সবুজ শ্যামলীমায়।
কেনো সখে বারে মৃত্যুমুখেরে
তোমার কি যাবার সময়ক্ষণ,
লিখিবে আপন জাগিবে ভুবন
বেচে থেকো হাজারও সন।
আমাদের দোয়া তোমার পথছায়া
রইলো আগামীর শুভকামনায়,
যদি সুযোগ পাই দেখিব তোমায়
ওপার বাংলায় যাই।।
পাগলি কবিতা
শ্যামল সোম
কবিতা ওদেরকে
কোথ হতে জোটালি?
ভ্রমরের মতন গুঞ্জন
নয়নে নয়ন বিগলিত
মন প্রাণ দেহ সমর্পণ।
সুখ গলেগলে ঝরছে
কবিতা তোর শব্দ পড়ছে,
শ্রাবণের বৃষ্টি তুই কবিতা।
উৎফুল্ল উচ্ছল জ্বল জ্বল
বাহাত্তর সালের কবিতা
তোর সাথেই বৃষ্টিস্নাত তুই
গঙ্গার ঘাটে কাব্যময় সই।
জরাগ্রস্ত বৃদ্ধ আজ তাই
ফুরিয়ে গলে প্রেম পিরীতি
ধূসর আকাশে বিলীন ফ্যাকাশে।
প্রেমিকদের ভীড়ে আড়ালে
নির্জনে একা আমি দাঁড়িয়ে।
তুই ফিরেও তাকালি না
আজ এতই অচেনা।
কবিতা যৌবনে ছলনা,
গদগদ কন্ঠে, দুহাতে জড়িয়ে,
" শ্যাম তোমাকে ভালোবাসি
ভীষণ ভালবাসি গো, তুমিই
আমার আকাশ নীলাকাশ
তিন সত্যি ঠিক দেখো আজীবন
এই কবিতাই থাকবে সঙ্গে গো।
আজ আর প্রেম নেই তাই না?
বাতিল, আমি কি এতই নিষ্প্রাণ।
No comments:
Post a Comment