Friday, 9 June 2017

অন্ধকার থেকে আলোতে নিয়ে চল প্রভু

  সত্য  মেহেব  জয়তে

অসতো মা সদ্‌গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়।
আবিরাবীর্ম এধি।
রুদ্র যত্তে দক্ষিণং মুখং
তেন মাং পাহি নিত্যম্‌।

অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও,
অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও
মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও।
হে স্বপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও।

হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তা অবলোকনে প্রভু
আমাদের দেশে  দেশে মানুষ আনন্দিত হোক।
তোমার কৃপা বর্ষিত হোক বিশ্বের প্রতিটি মানুষকে
তোমার  অপার শক্তি দ্বারা আমাদেরকে সর্বদাই রক্ষা করো।

No comments:

Post a Comment