Saturday, 10 June 2017

পাগলি কবিতা ও পগার পার

পাগলি কবিতা

শ্যামল সোম

কবিতা ওদেরকে
কোথ  হতে জোটালি?
ভ্রমরের মতন গুঞ্জন
নয়নে নয়ন বিগলিত
মন প্রাণ দেহ সমর্পণ।
সুখ  গলেগলে ঝরছে
কবিতা তোর শব্দ পড়ছে,
শ্রাবণের বৃষ্টি তুই কবিতা।
উৎফুল্ল উচ্ছল জ্বল জ্বল
বাহাত্তর সালের কবিতা
তোর সাথেই বৃষ্টিস্নাত তুই
গঙ্গার ঘাটে কাব্যময় সই।
জরাগ্রস্ত বৃদ্ধ আজ তাই
ফুরিয়ে গলে প্রেম পিরীতি
ধূসর আকাশে বিলীন ফ্যাকাশে।
প্রেমিকদের ভীড়ে আড়ালে
নির্জনে একা আমি দাঁড়িয়ে।
তুই ফিরেও তাকালি না
আজ এতই অচেনা।
কবিতা যৌবনে ছলনা,
গদগদ কন্ঠে, দুহাতে  জড়িয়ে,
" শ্যাম তোমাকে ভালোবাসি
ভীষণ ভালবাসি গো, তুমিই
আমার  আকাশ নীলাকাশ
তিন সত্যি ঠিক দেখো আজীবন
এই কবিতাই থাকবে সঙ্গে গো।
আজ আর প্রেম নেই তাই না?
বাতিল, আমি কি এতই নিষ্প্রাণ।

পগার পা পাগলী

শ্যামল সোম

এখন নাভিশ্বাস উঠছে
ডিজিটাল মৃত্যু আমার
ঐ এগিয়ে আসছে, সাথে
তোর হলো না আর দেখা।
বন্যা সেই যে পগার পা
পালালি ছুঁইয়েছিলি মন
বললি আসছি বলে অন্তর্ধান।
কবিতা তুই আমার প্রাণিত
প্রাণ কৈশোরের দেহপ্রেম
মম যৌবনের আগ্নেয়গিরি
আরক্তিম রক্ত লাভা উদ্বর্তন।
আমার বুকের ভেতর জ্বলন
সুখের ঘরের চাবির স্খলন
আমার হারিয়ে গেছে সবই
জলাশয়ে পাখ পাখালির
দেশে দেশে ফিরেছে মন।
স্বপ্নে সবুজ বনানীর বনে
এসে যেথায় মেশে সুদূর
নীল শ্রাবণের  আকাশে।

No comments:

Post a Comment