Sunday, 18 June 2017

জীবনের স্মৃতিকথা

আজ এই পারিবারিক, সামাজিক, সামগ্রিক স্বদেশের পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, অসহ্য হিংস্রতা,
পরস্পরের উপর বল প্রয়োগ, নারীদের সে শিশু কিশোরী যুবতী, মানসিক ভারসাম্য হীনা, বৃদ্ধা ও ধর্ষণের পর
হত্যা করা হয়, যারা বেঁচে থাকে  তাদের প্রতি  হুংকার সতর্কতার জারী হয়, পুলিশের কোর্টে গেলেও আবার তুলে এনে ধন্যবাদ ধর্ষনের শিকার হন।
নিত্য নতুন বধু নির্যাতন, পণের জন্য মারধর টাকা আদায় না হলেই গলা ফাঁস দাও ঝুলিয়ে  পুলিশ এলে বুক
ফুলিয়ে  থানা হাজতে কোর্টে টাকার জোরে বেকসুর খালাস নিতো জামিনে পেয়ে আবার বিবাহে বাসর ঘরে।

ফেরার এসেছে সময়, জন্ম আমার  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরাধীন অখন্ড ভারতবর্ষে,  যুদ্ধে পরোক্ষ ভাবে উনিশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ কত লক্ষ  অনাহারে মৃত্যু, মৃত্যুর মিছিল চলেছে স্বাধীনতা আন্দোলন দেশভাগের, পরে শরণার্থীদের সাথে আত্মবিলাপ হাহাকার ক্রন্দন শৈশবেই  আমার আলোড়িত আহত মন। দারিদ্র্যতার সাথে কঠিন সংগ্রাম, যৌবনে প্রারম্ভিক বৈপ্লবিক ভাবাবেগে পাগলের প্রলাপ বহু কাঙ্খিত জীবনের পদ্মপাতায় জল প্রবাহিত হল এই সকল কাব্য  গ্রন্থে,  স্বপ্ন নিহত, লাশ ভেসে যাই তৃষ্ণার জলে, লাঞ্ছিত স্বদেশ, স্বদেশে নির্বাসন।

No comments:

Post a Comment