Friday, 9 June 2017

জবানবন্দি

জবানবন্দি

শ্যামল সোম

হাঁ আশায়  আশায় এখন থাকি
ঐ আশা নিয়েই তো আমি বাঁচি।
আশায় আশায় কাছে আসাআসি
জাত সমাজে ভয়ে ভয়ে গোপনে
নির্জনে পরস্পরকে ভালোবাসা।
পাশাপাশি বসে রঙিন কত শত
স্বপ্নের জাল বোনা আকাশকুসুম
কল্পনা যৌবনে আমি একুশবছর
তখন মালা অষ্টাদশী রূপসীবাংলা।
দেখা হতো কাজরী নদীর ধারে
জলে পা ডুবিয়ে গান শোনাতো,
গন্ধরাজ, কনক চাঁপা ফুল দিতাম।
হঠাৎই কালো মেঘ ঐ অশনিসংকেত
ভাগাভাগি কলহ জাত পাত সমাজ
মালার সর্বনাশের ভয়ে শেষে পলায়ন।
তবু কেন আজও ঘরে এলো না
সেতো মনে তার নিত্য আসাযাওয়া।
পরস্পরে কাছাকাছি শারিরীক সত্য
ভাবে নেই আমরা তবু জানি  আমাদের,
পরস্পরের হৃদয়ে গহ্বরে ভালোবাসার
অনুভূতি রয়েছে, আশাই আছি আগামী
জন্মে নিশ্চয়ই  আমাদের মিলন হবেই।
আর যদি নাইবা হয় কি এসে যায় প্রেমে
প্রেম ভালোবাসা বিবাহিত জীবন সুখ ও
শান্তি কতটা বজায় রাখা যায় প্রতিদিন
সংবাদে প্রকাশ পায়, নির্বোধ হাবাগোবা
আমি আমার কি নেই কোন বুদ্ধি, চূড়ান্ত
ভাবেই জরাগ্রস্ত বৃদ্ধ, বাদ্ধকের কারনে মতিভ্রম?

No comments:

Post a Comment