অপরিচিতা আজ তুমি
শ্যামল সোম
কালের বহমান স্রোতে অতলে
দূরে কীর্তন খোলার নদীর জলে,
আজও চুয়াত্তর বছরের বৃদ্ধের
হৃদয়ের আকাশ তুমিই ধ্রুব তারা।
প্রথম প্রেম তোমার সলজ্জ চোখে
চোখ পড়তেই ভূমিকম্প স্পন্দন
আলোড়িত পরস্পরের দুজনার
মন, গোধূলির রঙের আকাশে নীচে,
তারপর ভালোবাসায় ভেসে যাওয়া।
আজ ঢাকায় চোখ হঠাৎই গ্রন্থ মেলায়
সিল্কের আসমানী শাড়ি লাল ব্লাউজ
পরনে মাথায় লালগোলাপ ফুলের মুকুট
অপরূপ সাজে জয়া যুবকের বাহু লগ্না।
বন্ধুদের সাথে বাংলা একাডেমীর পথে
যেতে যেতে অচমকা তোমাকে এতদিন
পরে দেখে বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।
তুমি না দেখার ভানে এক পলকে দেখে
হাসতে হাসতে চলে গেলে দৃষ্টির বাহিরে।
No comments:
Post a Comment