Tuesday, 27 June 2017

পাগলা মনটারে তুই বাঁধ


পাগলা মনটারে তুই বাঁধ

শ্যামল সোম

মেঘলা দিনে, রইলি পড়ে,
ঘরের কোনে একলাই পড়ে, এখন  তুই কাঁদ।
বিছিয়ে আছে বিশ্ব জোড়া জালের  মায়ার ফাঁদ।
কেঁদে কেঁদে নয়ন জলে, চরণ তাঁর  ধুইয়ে দে-রে,
ছেড়ে কামিনী কাঞ্চন,  স্মরণ নে রে প্রভুর চরণ।
মনের যত বাসনা ছিল ও -যে কেবল মায়ার রঙিন
সঙ্গিন ফানুসের মত আসমানে উড়লি হবে?
যখন যেতেই হবে।
তোর দিন ফুরলো, ও মন, এবার সাঙ্গ হলো তোর সকল খেলা
বৃথা কাজে সময় গেলো, ঐ অলসতায়, শুয়ে,বসে কাটলো বেলা।
এখন এই যাওয়ার বেলায়, করিস কেন ছল, ছল করে তুই একে
একে মনের মানুষ খুজতে গেলে,  শহর গ্রামে হেথায় হোথায়,
ঘুরে ঘুরে একা একা ফিরলি কত, বিদেশী মুসাফিরের মত।
প্রভুর কৃপায় পেলি মন্ত্র, সেই সে বানী, তাও খোয়ালি, এখন,
জ্বলে পুড়ে পোড়া গাছের শরীরে, সকল পাতাই গেছে ঝরে।
ফুল ফোঁটে না, পোড়া গাছের ডালে দোল খায় না পাখী,
ঐ যে বহিছে নদী, সেই নদীর তীরেই শ্মশান, জ্বলছে চিতা।
উড়ছে ছাই, ডাকছে নদী, তুই নদীর ডাকে, শক্ত করে মনকে
বেঁধে, ঐ নদীর জলে ডুবে চলরে ভেসে নদীকে ভালোবাসে।
পাগলা তোর ঐ লালায়িত লালসা, ভোগের ভাবনায়, দে দে
ওরে আগুন জ্বেলে দে।

No comments:

Post a Comment