অকাঙ্খিত রাত
শ্যামল সোম
অদ্ভুত আঁধার এ এক রাত
ঘণ ঘোর কুয়াশায় আচ্ছন্
স্বপ্না চাপা কান্না শোকাচ্ছন্
চাঁদ মেঘের আড়ালে ডাকে।
নিশি আত্মগত দারুণ শোকে
শোকার্ত হৃদয়ে মৃত্যু পদধ্বনি
স্মৃতি জড়িত প্রেমের কলতান
নিশুতি এ গভীর রাতে চলে
এ মৃত্যুর পথে পদযাত্রায় হাতে
সে নিয়ে একগাদা গরুর বাঁধা
মজবুত এতটাই কি যে শক্ত,
ঝুলে থাকা যাবে ঐ বাঁশবনে
পুকুর পারে বড় অশ্বত্থ গাছের
মগডালে, ভাবতে ভাবতে নত
মুখে চলে প্রতারিতা অনভ্যস্ত
ভারি শরীরে ক্লান্ত পায়ে হেঁটে
মেয়ে পায়ে পায়ে এসে দাঁড়ায় ।
পাথর বাঁধা দড়ি ছুঁড়ে ঝুলিয়ে
ডালে সে দড়ি, শেষ বারের মত
চারিদিক সে দেখে মুগ্ধ নয়নে
জোনাকি জ্বলে ঝিকমিক, ঐ
পুকুরের জলে চিকমিক করে
মেঘের আড়াল থেকে চাঁদ উঁকি
ঝুঁকি চায় বুঝি ইশারায় ডাকে?
No comments:
Post a Comment