Thursday, 11 January 2018

প্রেমের কবিতা তিনটি

তোমার আমার হৃদয়ের স্পন্দন

শ্যামল সোম

সমুদ্র সৈকতে কাছাকাছি বসে
ছুটে আসা ঢেউয়ে আঁচড়ে জ্বলে
উষ্ণ যুগল শরীরের যত উত্তাপ
তুমি আমার হাতে রেখেছো হাত,
দুই হৃদয়ের স্পন্দনে জল প্রপাত।

তুমিই কবিতা আমরা খুবই কাছাকাছি আছি

শ্যামল সোম

তোমার ঐ হৃদয়ের উষ্ণতায় কম্পন
উষ্ণ আলিঙ্গনে কাব্যে শব্দে এ লিখন
অক্ষরে অক্ষরে আছি নীল ঐ পদ্ম
ফুটছে দেহের সরোবরের স্বাদ গ্রহণ।
কবোষ্ণ কাব্য বিন্যাসে ছন্দময় প্রাণ
উচ্ছল তন্বী অনন্ত যৌবনা কবিতার
নগ্ন  চিত্রকল্প নব নব রূপে জন্ম হয়।
ছন্দের বিমূর্ত শব্দে নূপুর ছন্দ ছন্দে
আনন্দে লিখন সুখের এই অনুরোরন
মাঝে তবু তোমাকে খোঁজে সারাক্ষণ।
কিন্তু নিশ্চয়ই আমরা সমাজ বদ্ধজীব
সামাজিক দায়বদ্ধতা নিয়মে বাঁধা রয়,
এই আমার সব শব্দের অক্ষরে প্রেম হয়
এই বৃদ্ধ এ বয়সের গন্ডি ছাড়িয়ে সময়
অসময়ে কাজে ফাঁকে চারুলতার তুমি
সজল চোখ ভেসে উঠে মনের মুকুরে।
হায়! ভালোবাসা কাঁটাতারের বেড়ার ওপারে
এপারে প্রেমের দীর্ঘশ্বাস এপারে হাহুতাশ।

একটু হৃদয়ের উষ্ণতার জন্য
তোমাকে কাছে চাওয়া বন্যা

শ্যামল সোম

হিমেল হাওয়ায় ঐ পাতা ঝরে যায় গাছে গাছে
ঝরা পাতার এ স্মৃতির পালক উড়ে আসে কাছে।
তুষার পাতে শীতার্ত রাতে উষ্ণতা খোঁজে ভাঁজে
ভাঁজে শরীরের পরস্পরের বহমান রক্ত প্রবাহে
সরীসৃপ জোড়া শরীর শরীরে অভ্যাসে শরীর
জাগে আঁধারাচ্ছন্ সর্পিল সুড়ঙ্গ পথে ঝর্নায়
ঝিরঝির ঝরে,পিচ্ছিল সিক্ত গুলমোহর সুরম্য
লতা পাতা ঢাকা গুল্মের আড়ালে রক্ত পদ্ম রম্য।
যুগ্ম সাপের মিথুনে অতৃপ্তির প্রাণহীন নিস্ফল এ
প্রয়াস কাব্য প্রেমে নেই, শুধুই শারীরিক অভ্যাস।
কেন কাঁদে প্রাণ প্রাণময় প্রেমিকার ভালবাসায় ভরে
আছে আজও হৃদয়ের গহীন গোপন আস্তানায় ঝরে
হীম প্রহেলিকা করে উন্মোচন রাতের কুয়াশায় ঢাকা
কাঁটাতারের বেড়ার ওপারে তার হাহুতাশ,ও আমার
চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তোমাকেই হারানোর
হাহাকারে দুই প্রান্তে দুটি হৃদয়ের আলিঙ্গনে কাব্যে
অক্ষরে অক্ষরে লেখা রবে প্রিয় প্রেমের যৌথ সৌধে
পরস্পরের প্রতি অটুট বিশ্বাসে আত্মমগ্ন প্রেম নির্যাস
পাণে পরিপূর্ণ দুজনের হৃদয় এই দূরান্তে ভালবাসায়,
পরস্পরের হৃদয়ে কাছাকাছি এসে আনন্দে কাঁদছি
তোমার মন ছুঁয়ে যাওয়া এ ফল্গু ধারায় ভালবাসায়।

No comments:

Post a Comment