Wednesday, 31 January 2018

না বলা কথা মনে রয়ে যায়

না বলা কথা মনে রয়ে যায়

শ্যামল সোম

মনের অতলে কত শত কথা
এ শহরের ফুটপাতে বা হেথা
হোথা ফ্লাই ওভারের নিচে পাতা
চট পলিথিন প্লাস্টিকে গড়া ঘরে।
থরে থরে কত সংসারে উন্মুক্ত
এ দারিদ্র নিত্য অভাবে স্বভাব
নষ্ট কি হয়, অনন্ত ক্ষুধার জ্বালায় ?
কি ভাবে অবিশ্রাম কঠোর পরিশ্রমে
দৈনন্দিন জীবনে প্রত্যহ সংগ্রামে
শুধুমাত্র দুমুঠো দুবেলা অভুক্ত পেটে
নানান কাজে প্রতিদিন গ্রাসাচ্ছাদন,
কখন বিনিদ্র রাতে অনৈতিক যুক্ত
কেউ কেউ ঝোলা হাতে মা ছেলে
ভোর রাতে ছেঁড়া কাগজ ঠোঙা শত
শতসহস্র জিনিষ কুড়িয়ে বাড়িয়ে
এ হেন জীবনে নিত্য অভাবের সাথে
লড়ে যাওয়া নাম কি অভিশপ্ত জীবন?
এক সাথে থাকা বিবাহ প্রেম ভালোবাসা
কি থাকে ওদের মনের অতলে না
অতশত বোঝে না জৈবিক তাড়নায়
সহবাসের আনন্দে ভরে থাকে উষ্ণ
দুটি শরীর, আত্মবিশ্বাস অধ্যাবসায় কি
সন্তান লালন পালনে পরিশ্রুত নয়, ছেড়ে
চলে যায় মা কি কখন বাপ যে বাপ মাতাল
হয়ে ফিরে কখন কি আদর চুমু খেয়ে ছিল
আপন সন্তানের টলটলে বা বিশীর্ণ গালে ?
কে বলতে পারে কত শত ছেলে মেয়ে একা
বেড়ে যায় কলমি লতার মত অবহেলায়
অনাদরে স্নেহ, মমতা,কল্যাণ, মঙলময়
করুননায় করুনাময়ী তুমি কি দেখো না এদের?

No comments:

Post a Comment