তোমাকেই চাই
শ্যামল সোম
তোমাকে চাই একান্তে
জোছনা রাতে আলোয়
তুমি রূপের জ্বেলে আলো
ভালোবেসে একাকি এলে,
প্রেম অভিসারের পূর্ণিমায়।
উষ্ণতায় ভরিয়ে দিতে উষ্ণ
আলিঙ্গনে, কাব্যে শব্দের
বহমান নদীর তটে জলে
জলময় জযোৎসনায় চিক
চিক চিক করে ঐ আলোয়।
অক্ষরে অক্ষরে চুম্বনে মধু
চুম্বনে রক্তাক্ত হৃদয়ে চাই।
তুমিই আমার স্বপ্নের কবি
শব্দ চয়নে বাক্য বিন্যাসে,
শতরূপে যত্নে আঁকি ছবি।
তোমাকে চাই দগ্ধ দুপুরেই
গরমে ঘামঝরা পদ্ম বনে
মমনে চিন্তন অনুভবে মনের
অলিন্দে, হেমন্তর ঘনঅরণ্যে
ফাল্গুনে কৃষ্ণচূড়া গাছে গাছে
প্রেমের রক্তিম শিমূল পলাশে।
তোমাকে চাই ফালগুনে রঙে
নানা রঙে রঙে রাঙা আকাশে,
রঙধনু রঙে রঙে চাই তোমাকে।
জন্ম জন্ম জন্ম তোমাকে চাই
এ শরীরের রক্তের শিরায় ধারায়,
আমার শেষ চাওয়া তোমাকে চাই।
No comments:
Post a Comment